Shruti Das: ভক্তের ভালবাসায় আপ্লুত শ্রুতি, সকলের কাছে আশীর্বাদ চাইলেন ফ্যানের জন্য
Bengali Serial: অনুরাগীদের ভালবাসা পেলে তারকারা জীবনে চাঁদ পেয়ে যান। ঠিক যেমন পেলেন ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি দাস।
তারকাদের কাছে অনুরাগী মাত্রই পরম প্রিয়। ভক্ত ছাড়া কি ভগবান হয়? ঠিক তেমনই অনুরাগীরাই তারকাদের উজ্জ্বল করে রাখেন। অনুরাগীদের ভালবাসা পেলে তারকারা জীবনে চাঁদ পেয়ে যান। ঠিক যেমন পেলেন ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি দাস। সম্প্রতি তাঁর সঙ্গে দেখা হয়েছে সেরকমই এক অনুরাগীর। যাঁর ভালবাসায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। মেয়েটির স্বভাব, ব্যবহার দেখে একটি লম্বা পোস্ট করেছেন শ্রুতি। সেই সঙ্গে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। যে ভিডিয়োয় মেয়েটি শ্রুতিকে জড়িয়ে ধরেছেন পরম স্নেহে।
লম্বা ফেসবুক পোস্টে শ্রুতি লিখেছেন,”‘অদৃজা’ মা লক্ষ্মীর আর এক নাম। এই মেয়েটি আদতেই লক্ষ্মী এবং ওর বাবা-মায়ের সুশিক্ষা সর্বদাই উল্লেখ্য। মেয়েটিকে দেখেই বুঝতে পারছেন ও শারীরিকভাবে অসুস্থ। কিন্তু ওকে সামনে দেখলে নিজেকে অসুস্থ বোধ করি। কারণ আমরা অনেক সময় চোখ থাকতেও অন্ধ হয়ে যাই। আর অদৃজা এক চোখ দিয়ে আরও অনেকটা দেখতে পায়। যেভাবে ও দেখতে পেয়েছিল শ্রুতি দিদি ওকে আঁকড়ে ধরে রাখবে আজীবন। আমার ক্ষুদে ফ্যানকে আশীর্বাদ করুন ও যেন সুস্থ থাকে।”
শ্রুতি দাস কাটোয়ার মেয়ে। তিনি বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন মুখ্য় চরিত্রে। তাঁর প্রথম অভিনীত ধারাবাহিকের নাম ‘ত্রিনয়নী’। সেখানে নয়নের চরিত্রে অভিনয় করে সকলের বাহবা কুড়িয়েছিলেন শ্রুতি। তারপর ‘দেশের মাটি’ ধারাবাহিকে নোয়ার চরিত্রে দেখা যায় তাঁকে। দারুণ নাচেন অভিনেত্রী। আরও একটি বিষয় বলতেই হয় শ্রুতির বিষয়ে। তাঁর গায়ের রং নিয়ে নানা জনে কটাক্ষ করে। কিন্তু শ্রুতি চুপ থাকার পাত্রী নন। তিনি প্রতিবাদ করেছেন বারবার। এমনকী থানায় গিয়েও নালিশ জানিয়েছিলেন। তাঁকে দেখে আরও অনেক মেয়ে সাহস পেয়ে এগিয়ে এসেছেন সামনে। তিনি কাটোয়া, তথা বাংলার গর্ব।