Viral Video: মুখে গোঁফ-দাড়ি, অপরাজিতার এ কোন লুক! মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

Aparajita Adhya: চোখের নিমিশে মেয়ে থেকে পাঞ্জাবী পুরুষে পরিণত হলেন অভিনেত্রী, কীভাবে! দেখুন ভিডিয়ো।

Viral Video: মুখে গোঁফ-দাড়ি, অপরাজিতার এ কোন লুক! মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2022 | 3:39 PM

অপরাজিতা আঢ্যর সঙ্গে এখন ভক্তদের নিত্য সাক্ষাৎ, সৌজন্য ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার। অপরাজিতা আঢ্য মানেই অভিনয়ের দাপট, আর সেই ভারসাম্য বজায় রাখতেই নিজেকে বারে বারে ভেঙে গড়েছেন তিনি। তাই বর্তমানে লক্ষ্মী কাকিমার লুক বা সংসারের সঙ্গে সকলেরই পরিচয় ঘটেছে। তবে এ কোন ব্যক্তি! রীতিমত সুট-প্যান্ট পরে মাথায় পাগরি বেঁধে হাজির! ইতিমধ্যেই এই ধারাবাহিক দর্শকদের মন জয় করেছে। সংসার নিয়ে লক্ষ্মীর লড়াই, সকলের সঙ্গে মানিয়ে নিয়ে, সকলের সব বিষয় নজর রাখতে তিনি বদ্ধ পরিকর, আর সেই লক্ষ্মী কাকিমারই কি পাঠ গেল এবার বদলে! লক্ষ্মী কাকিমা আর নন, রাতারাতি হয়ে গেলেন কাকু!

অবাক লাগলেও এটাই সত্যি। সত্য অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সোশ্যাল পেজে তেমনই ছবি ধরা পড়। যেখানে সম্পূর্ণ বিষয়টা হয়ে গেল স্পষ্ট। অপরাজিতা আঢ্যর গালে চাপ দাঁড়ি, সঙ্গে মাথায় রয়েছে পাগরি, চোখে চশমা, ধারাবাহিকে নতুন টুইস্ট। আর সেই টুইস্টের অপেক্ষাতেই দিন গুণছেন এবার ভক্তমহল। সদ্য মেক-আপ রুম থেকে তেমনই একটি ভিডিয়ো শেয়ার করে অপরাজিতা হয়ে উঠলেন ভাইরাল। স্পষ্ট ধরা পড়ল ছবি, যেখানে কীভাবে তিনি এই লুকে পরিণত হলেন। দেখে এক কথায় চেনা দায়।

ভিডিয়োটি শেয়ার করে তিনি একটি সুন্দর ক্যাপশনও জুড়ে দিলেন তার সঙ্গে। ‘পঞ্চনদীর তীরে; বেণী পাকাইয়া শিরে, লক্ষী কাকীর যাত্রাশুরু। এসেছে সে এক দিন; লক্ষ পরানে শঙ্কা না জানে; না রাখে কাহারো ঋণ। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন।’ ভিডিয়োর শেষ অংশে দেখা গেল তাঁকে রীতিমত স্মার্ট লুকে হেঁটে যেতে। ভিডিয়োটি দেখা মাত্রই ভরে উঠল কমেন্ট বক্স, ভক্তরা লিখলেন,- তোমাকে তো চেনাই যাচ্ছে না! এখন কেবল অপেক্ষার পালা কী চমক আসতে চলেছে লক্ষ্মীর জীবনে।

আরও পড়ুন- Social Media Troll: গোপনাঙ্গ ঢাকতে কখনও পাতা কখনও তোয়ালে, চুরি বিদ্যায় ফোটোশুটে ট্রোলিং ঝড়! উত্তরে কী বলেছিলেন ডাব্বু রাতনানি

আরও পড়ুন- Oscar 2022: অস্কার স্মৃতিচারণে থাকল না লতা মঙ্গেশকরের নাম, প্রতিবাদে গর্জে উঠল নেটপাড়া

আরও পড়ুন- Shocking News: বাস্তু মানেন সলমন! সেই কারণেই কি আজও অবিবাহিত তিনি! রহস্য ফাঁস করলেন নিজেই