Bharti Singh: সেরা সহ সঞ্চালক হিসেবে কাকে বেছে নিলেন ভারতী?

Bharti Singh: সহ সঞ্চালক তথা স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে বুধবার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতী। ‘ডান্স দিওয়ানে ৩’-এ আপাতত একসঙ্গে কাজ করছেন তাঁরা।

Bharti Singh: সেরা সহ সঞ্চালক হিসেবে কাকে বেছে নিলেন ভারতী?
ভারতী সিং। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2021 | 7:12 PM

তিনি অনস্ক্রিন যেমন, অফস্ক্রিন ঠিক তেমনই। তিনি অর্থাৎ কমেডিয়ান ভারতী সিং। অনস্ক্রিন তাঁকে মজা করতে দেখেন দর্শক। বিনোদন দেওয়াই তাঁর কাজ। অফস্ক্রিনে ভারতী নাকি বেশ মজার মানুষ। বহু শোয়ে সঞ্চালনার কাজ করেছেন। এতদিন পরে তাঁর প্রিয় সঞ্চালকের নাম দর্শকের সঙ্গে শেয়ার করলেন।

সহ সঞ্চালক তথা স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে বুধবার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতী। ‘ডান্স দিওয়ানে ৩’-এ আপাতত একসঙ্গে কাজ করছেন তাঁরা। শেয়ার করা ফোটোশুটের ক্যাপশনে ভারতী লিখেছেন, ‘হর্ষের সঙ্গে শুট করতে দারুণ মজা হয় আমার। সেরা সহ সঞ্চালক।’

সদ্য নতুন একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করলেন দম্পতি। নাম দিয়েছেন ‘ভারতী টিভি’। ভারতী কমেডিয়ান, সঞ্চালিকা তথা অভিনেত্রীও বটে। অন্যদিকে হর্ষ নিজে লেখেন প্রযোজনাও করেন। তাঁদের দুজনের ভাবনার ফসল এই ইউটিউব চ্যানেল। প্রচুর কমেডি শোয়ের পরিকল্পনা করেছেন তাঁরা। যা দেখা যাবে এই নতুন চ্যানেলে। পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে যে কোনও সময় দর্শক দেখতে পারবেন এই চ্যানেলের সব অনুষ্ঠান। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান গেম শো’ দিয়ে নাকি এই চ্যানেলের যাত্রা শুরু হবে।

এ প্রসঙ্গে ভারতী বলেন, “আমি এবং হর্ষ দুজনেই টেলিভিশনে এবং বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করি। আমাদের কিছু নিজস্ব দর্শক রয়েছেন, যাঁরা প্রতিদিন আমাদের দেখতে চান। টেলিভিশনে নির্দিষ্ট শোয়ের নির্দিষ্ট সময় থাকে। কিন্তু ইউটিউব চ্যানেলে আমাদের অনুষ্ঠান যে কোনও সময় দেখতে পারবেন দর্শক।” ভারতী আরও জানান, টেলিভিশনে কাজের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা থাকে। নিজেদের চ্যানেলে কাজ করার সময় সেই বাধায় পড়েননি তাঁরা। দর্শকের পছন্দ অনুযায়ী, যে অনুষ্ঠান পরিবারের সকল সদস্যকে সঙ্গে নিয়ে দেখা যায়, তেমনই তাঁরা উপহার দেবেন বলে দাবি করেছেন ভারতী।

২০১৭-এ বিয়ে করেন হর্ষ এবং ভারতী। তারপর থেকে তাঁর জীবন নাকি একেবারে বদলে গিয়েছে। এ বার ধীরে ধীরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবনা চিন্তা শুরু করেছেন বলেও জানান ভারতী। সদ্য এক ধাক্কায় ১৫ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেছেন তিনি। ভারতী নাকি ইন্টারমিটেট ফাস্টিং অনুসরণ করেছিলেন। আর তাতেই এই ফল পেয়েছেন। ওজন বেশি থাকায় তাঁর বেশ কিছু শারীরিক সমস্যাও ছিল। কিন্তু ওজন কমিয়ে ফেলার পর নাকি আগের থেকে তিনি অনেকটাই ভাল আছেন। ৯১ কিলোগ্রাম থেকে কমিয়ে নিজের ওজন আপাতত ৭৬-এ নিয়ে এসেছেন তিনি।

ভারতীর কথায়, “আগে আমার শ্বাস নিতে সমস্যা হত। এখন আর সমস্যা হয় না। হালকা লাগে। আমার ডায়াবেটিস আর অ্যাজমা এখন কন্ট্রোলে রয়েছে।” কিন্তু কী ভাবে এই পরিবর্তন সম্ভব হল? ভারতী শেয়ার করেছেন, “সন্ধে সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত আমি কিছু খাই না। সন্ধে সাতটার আগে রাতের খাবার খেয়ে নিই। ৩০-৩২ বছর অনেক খাবার খেয়েছি। এ বার আমার শরীরের কিছু পরিবর্তন প্রয়োজন।” ওজন কমিয়ে ফেলতে পেরে নিজের জন্য গর্বিত ভারতী।

আরও পড়ুন, Payel De: সুখবর দিলেন পায়েল, খুব তাড়াতাড়ি তাঁর ভিন্ন দিকের দেখা পাবেন…

দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
Arijit Singh: "আমি খারাপ...", কেন এমন হাহাকার অরিজিতের কণ্ঠে?
Arijit Singh:
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,"আমার ছেলে-মেয়েকে..."
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি