Tolly Gossip: অবশেষে মিটল সব ঝামেলা, স্বস্তিকার জন্মদিনেই ফিরল সেই পুরনো রসায়ন
Anurager Chowa: প্রসঙ্গত, কিছু দিন আগই দিব্যজ্যোতি ও স্বস্তিকার যখন ঝামেলা হয় তখন দিব্যজ্যোতির সঙ্গে যোগাযোগ করেছিল টিভিনাইন বাংলা।
রাগ হয়েছিল দু’জনের। শোনা যায়, বন্ধ ছিল কথাবার্তাও। কাজের প্রয়োজনে যেটুকু কথা না বললে নয়, শুধু নাকি সেই কথাটুকুই বলতেন দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষ। সেই মান অভিমানের পালা যে ঘুচেছে, তা টের পাওয়া গিয়েছিল আগেই। দিব্যজ্যোতির জন্মদিনে ঘটা করে পোস্ট করেছিলেন স্বস্তিকা। এ দিন অর্থাৎ সোমবার স্বস্তিকার জন্মদিন আসতেই দেখা গেল একই চিত্র। ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই স্বস্তিকার জন্য এল দিব্যজ্যোতির বিশেষ বার্তা। তাঁর সঙ্গে ছবি শেয়ার করে দিব্যজ্যোতি লেখেন, “ব্যক্তিগত নতুন বছরের শুভেচ্ছা। সমস্ত ইচ্ছে ও আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়। আরও ৩৬৫ দিনের জার্নি প্রথম দিনটা যেন ভাল কাটে। সব ইচ্ছে যেন পূর্ণ হয়। খুশি থেকো। খুব ভাল থেকো।” স্বস্তিকাও দিয়েছেন পাল্টা জবাব। দিব্যজ্যোতির উদ্দেশে লিখেছেন, “হ্যাপি বার্থডে হিরো।” ওদিকে হাঁফ ছেড়ে বেঁচেছে তাঁদের ভক্তরা। আর যে কোনও মন কষাকষি নেই, এতেই খুশি তাঁরা।
প্রসঙ্গত, কিছু দিন আগই দিব্যজ্যোতি ও স্বস্তিকার যখন ঝামেলা হয় তখন দিব্যজ্যোতির সঙ্গে যোগাযোগ করেছিল টিভিনাইন বাংলা। দিব্যজ্যোতি বলেছিলেন , “বন্ধুদের মধ্যে আড়ি-ভাব লেগেই থাকে, ঝামেলা যদি হয়েও থাকে তবে তা ঠিকও হয়ে যাবে।” অবশেষে সব যে ঠিক হয়ে গিয়েছে, সে প্রমাণই যেন মিলল এই পোস্টে।
View this post on Instagram