Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shruti Das Interview: কাজ পাওয়ার জন্য নয়, ভালবেসেছি বলেই স্বর্ণেন্দুর হাত ধরেছি: শ্রুতি দাস

Shruti Das: 'দেশের মাটি'র পর দীর্ঘদিন কর্মহীন-থাকা অভিনেত্রী শ্রুতি দাস আবারও কাজে ফিরছেন। 'নোয়া', 'নয়ন'-এর পর এবার তিনি 'রাঙা বউ'। সঙ্গী প্রথম নায়ক গৌরব রায় চৌধুরী। ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার, যিনি সম্পর্কে নায়িকার প্রেমিকও। স্বর্ণেন্দুর পরিচালনায় ফিরতেই অভিনেত্রীকে নিয়ে নানা ফিসফাস, উঠছে স্বজনপোষণের অভিযোগও। আর শ্রুতি? তিনি কী বলছেন? TV9 বাংলার কাছে মুখ খুললেন নায়িকা...

Shruti Das Interview: কাজ পাওয়ার জন্য নয়, ভালবেসেছি বলেই স্বর্ণেন্দুর হাত ধরেছি: শ্রুতি দাস
গ্র্যাফিক্স- অভীক দেবনাথ।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2022 | 6:56 PM

বিহঙ্গী বিশ্বাস 

ফিরতে কতটা সময় লেগে গেল?

তা প্রায় এক বছর… ‘দেশের মাটি’র শেষ সম্প্রচার হয়েছে গত বছর নভেম্বরে। এটাও নভেম্বরেই শুরু হচ্ছে। মাঝে একটা বছর তো চলে গেলই।

প্রোমো বেরিয়ে গিয়েছে, শুটিং শুরু হয়েছে?

এখনও হয়নি। তবে এই মাসেই শুরু হয়ে যাবে।

এক বছর ধারাবাহিক থেকে সরে যাওয়ার পর আবার কাজ, কেমন লাগছে?

খুব সুন্দর অনুভূতি। চ্যানেলের সঙ্গে আমি আগেও কাজ করেছি। আর সহ-অভিনেতার সঙ্গে আমার বন্ধুত্ব তো খুবই ভাল। আগেও কাজ করেছি আমরা। চ্যানেল কর্তৃপক্ষ যে একই জুটি আবার ফিরিয়ে আনছেন, তাতে দায়িত্ব আরও বেড়ে গেল।

সেই সঙ্গে ভয়ও কি কাজ করছে না?

(অবাক হয়ে) কেন?

একই জুটিকে ফিরিয়ে আনা, দর্শক তো বিরক্তও হতে পারেন?

একদমই না। ‘ত্রিনয়নী’ শেষ হওয়ার পর অনেকেই বলেছিলেন নয়ন-দৃপ্তকে নিয়ে পার্ট টু দেখতে চান। তার মাঝখানে কেটে গিয়েছে তিন বছর। আমার ‘দেশের মাটি’ শেষ হয়েছে গত বছর। তার দু’মাস পরেই যদি আমি দিব্য (জ্যোতি)-র সঙ্গে জুটি বাঁধতাম, তাহলে হয়তো অনেকেরই একঘেয়ে মনে হত। তবে এক্ষেত্রে মাঝখানে গৌরবও অনেক হিরোইনের সঙ্গে কাজ করেছে, আমিও অন্য হিরোর সঙ্গে কাজ করে নিয়েছি। তাই একঘেয়ে লাগার প্রশ্নই ওঠে না।

দর্শক খুশি, তবে প্রোমো বের হওয়ার পর ‘অভিযোগ’ও তো উঠছে!

কীসের অভিযোগ?

স্বর্ণেন্দু সমাদ্দার তাঁর প্রেমিকাকে নিয়ে ধারাবাহিক বানাচ্ছেন… স্বজনপোষণের গন্ধ খুঁজছেন যাঁরা, তাঁদের কী বলবেন?

যারা এই সব বলছে বা বলার কথা ভাবছে, তাঁদের একটা কথাই বলব: তাঁরা কাস্টিংয়ের নিয়ম জানে না। কাস্টিংয়ের দায়িত্ব চ্যানেলের। প্রযোজনা সংস্থা করে না। আমায় কিন্তু রীতিমতো অডিশন দিয়ে এই ধারাবাহিকে সুযোগ পেতে হয়েছে। তাই ফেভারিটিজ়মের কোনও জায়গাই নেই।

তার মানে ফেভারিটিজ়ম হয় না বলছেন?

কাদের ক্ষেত্রে হয়? যারা অনেক দিন ধরে কাজ করছেন। অমুকের সঙ্গে কাজ করতে চাই অথবা অমুককে নিতে চাই, এই অধিকারটার জন্যও একটা সময় লাগে। আমি আজকে খুবই নতুন। আমি তাই বলতেই পারি না যে, আমার হিরো অমুক না হয়ে তমুক হবে। হয়তো ৩০ বছর পর এমন একটা জায়গায় পৌঁছলাম, যেখানে (আমার) সেই অধিকারের জায়গাটা তৈরি হল যে নিজের ইচ্ছেকে প্রশ্রয় দিতে পারব। যাঁরা এই কথাগুলো বলেন, সেটা তাঁদের স্বভাবদোষ। এক জায়গায় দেখলাম লেখা রয়েছে, ‘স্বর্ণেন্দুর হাত ধরে কাজে ফিরলেন শ্রুতি’। ওর হাত আমি অনেক আগেই ধরেছি। ভালবেসে ধরেছি, ভালবাসতে ধরেছি। কাজ পাওয়ার সঙ্গে সেই হাত ধরার কোনও সম্পর্ক সত্যিই নেই।

আগামী ধারাবাহিকের জন্য শুভেচ্ছা… 

আপনাকেও অনেক ধন্যবাদ।