ভিডিয়ো: অভিনেতা, লেখেন কবিতাও, গৌরব যে বাঁশি বাজান চমৎকার, জানতেন?

তাঁর বিচ্ছেদের খবর অজানা নয়। কান পাতলে শোনা যায় নতুন প্রেমের খবরও। তিনি চুপ। কিন্তু গুঞ্জন থামে না।

ভিডিয়ো: অভিনেতা, লেখেন কবিতাও, গৌরব যে বাঁশি বাজান চমৎকার, জানতেন?
বাঁশি বাজাচ্ছেন গৌরব
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2021 | 4:39 PM

কথায় বলে, ‘যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন’। অভিনেতা গৌরব রায় চৌধুরীর বেলায় তা খানিক অন্য। তিনি অভিনয় করেন, কবিতা লেখেন, অবসরে বাঁশিও বাজান। সে রকমই এক অবসরের দুপুর ছিল আজ। আজ অর্থাৎ রবিবার। বাঁশিতে ফুঁ দিয়েছিলেন গৌরব। সেই ভিডিয়ো আপলোড করেছিলেন ইনস্টাগ্রাম। নেটিজেন বুঁদ, আবদার, ‘দাদা নতুন ভিডিয়ো দাও না…’।

নতুন ভিডিয়ো আপলোড না করলেও নিজের লেখা কবিতা পোস্ট করেছেন গৌরব আর একটি পোস্টে। গৌরবের কবিতা বলছে,

‘…আদতে তাঁর সাথে কী হয়েছিল ব্যর্থ প্রেম.. না কি অন্য কিছু। হয়তো কিছু গল্পের ইতি হয়না, কিন্তু অনুভূতি বোঝায় অনেক কিছু… ‘

তাঁর বিচ্ছেদের খবর অজানা নয়। কান পাতলে শোনা যায় নতুন প্রেমের খবরও। তিনি চুপ। কিন্তু গুঞ্জন থামে না। খবর বলছে, দিন কয়েক আগে তিনি যখন হাসপাতালে চোখে টিউমার নিয়ে ভর্তি তখনও নাকি বিচ্ছিন্ন কোনও হৃদয় খোঁজ নিয়েছিল তাঁর। ওইটুকুই, এর বেশি যদিও গল্প এগোয়নি। হাসপাতাল থেকে ফিরে অনেকটাই সুস্থ এখন তিনি। ফিরেছেন শুটিংয়েও। কবিতা-অভিনয় আর বাঁশির সুরে গৌরব রয়েছে নিজের শর্তেই।