TRP: প্রথম ‘জগদ্ধাত্রী’, কতটা পিছিয়ে গেল ‘অনুরাগের ছোঁয়া’? টিআরপি দেখে অবাক হবেন!
Bengali Serial: বৃহস্পতিবার মানেই নায়ক-নায়িকাদের বুক ধুকপুক। মুখে যতই বলুন না কেন, 'টিআরপি ম্যাটার করে না'-- আদপে যে তা সত্য নয়, সে কথা নিজেরাও জানেন তাঁরা।
বৃহস্পতিবার মানেই নায়ক-নায়িকাদের বুক ধুকপুক। মুখে যতই বলুন না কেন, ‘টিআরপি ম্যাটার করে না’– আদপে যে তা সত্য নয়, সে কথা নিজেরাও জানেন তাঁরা। প্রকাশ্যে এল এই সপ্তাহের টিআরপি তালিকা। ‘জগদ্ধাত্রী’ ও ‘অনুরাগের ছোঁয়া’র মধ্যে বিগত বেশ কিছু দিন ধরেই চলছে জোর টক্কর। এই সপ্তাহে কে প্রথম? প্রথম সপ্তাহে ‘লাভ বিয়ে আজকাল’ই বা আয় করল কত? না ‘অনুরাগের ছোঁয়া’ পারেননি। এই সপ্তাহে ওই ধারাবাহিককে ছাপিয়ে গিয়েছে ‘জগদ্ধাত্রী’। প্রথম হয়েছে সে। ওই ধারাবাহিক পেয়েছে ৭.৯। গত সপ্তাহে পেয়েছিল ৮.৯। এক ধাপে নম্বর অনেকটা কমলেও জায়গা ধরে রেখেছে ধারাবাহিকটি।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ সে পেয়েছে ৭.৬। গত সপ্তাহে নম্বর ছিল ৮.০। ট্রেন্ড লক্ষ্য করলে দেখা যাবে, এ সপ্তাহে সবাইকে চমকে দিয়ে প্রায় সব ধারাবাহিকেরই গড়ে নম্বর কমেছে। ওদিকে ‘অনুরাগের ছোঁয়া’র নম্বরের ফারাক বেড়েছে ‘জগদ্ধাত্রী’র থেকে। তৃতীয় স্থানে গত সপ্তাহের মতো এই সপ্তাহেও রয়েছে ‘ফুলকি’ অন্যদিকে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ‘রাঙা বউ’, ‘নিমফুলের মধু’ ও ‘সন্ধ্যাতারা’। টিআরপি তালিকায় কোথাও গিয়ে কোনঠাসা হয়ে পড়ছে স্টারজলসা। প্রথম পাঁচে চারটি স্থানই তাঁদের। একমাত্র ‘আশার প্রদীপ’ হয়ে জ্বলছে সূর্য-দীপার রসায়ন।
সপ্তম, অষ্টম স্থানে রয়েছে ‘কার কাছে কই মনের কথা’ ও ‘তুঁতে’। নবম স্থানে এক্কেবারে আনকোরা ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’। প্রথম সপ্তাহে সে পেয়েছে ৬.০। অন্যদিকে দশম স্থানে রয়েছে ‘খেলনাবাড়ি’। প্রতি সপ্তাহেই টিআরপিতে দেখা যাচ্ছে নয়া নয়া পরিবর্তন। আজ যে শেষে কাল সেই প্রথমে যাবে না, এমনটাই কেই বা বলতে পারে?