TRP: সিরিয়ালে বিশ্বকাপের থাবা! এই সপ্তাহে কোথায় দাঁড়িয়ে সূর্য-দীপা-জগদ্ধাত্রীরা?
TRP: চলছে ক্রিকেট বিশ্বকাপ। বাঙালির ড্রয়িংরুম আজ দ্বিধাবিভক্ত। একদিকে খেলা দেখার তাগিদ আবার অন্যদিকে বাংলা সিরিয়াল দেখার ইচ্ছে-- সব মিলিয়ে তুলকালাম প্রতিটি বাড়িতেই। এরই মধ্যেই আজ বৃহস্পতিবার প্রকাশ্যে এল টিআরপির তালিকা। কে কত নম্বরে? রইল সেই হিসেব। এই সপ্তাহে প্রায় প্রতিটি ধারাবাহিকই কম নম্বর পেয়েছে তুলনায়। যদিও গত সপ্তাহের ট্রেন্ড মেনে এই বারেও সেই প্রথম স্থানে 'অনুরাগের ছোঁয়া'।
চলছে ক্রিকেট বিশ্বকাপ। বাঙালির ড্রয়িংরুম আজ দ্বিধাবিভক্ত। একদিকে খেলা দেখার তাগিদ আবার অন্যদিকে বাংলা সিরিয়াল দেখার ইচ্ছে– সব মিলিয়ে তুলকালাম প্রতিটি বাড়িতেই। এরই মধ্যেই আজ বৃহস্পতিবার প্রকাশ্যে এল টিআরপির তালিকা। কে কত নম্বরে? রইল সেই হিসেব। এই সপ্তাহে প্রায় প্রতিটি ধারাবাহিকই কম নম্বর পেয়েছে তুলনায়। যদিও গত সপ্তাহের ট্রেন্ড মেনে এই বারেও সেই প্রথম স্থানে ‘অনুরাগের ছোঁয়া’। যদিও নম্বর কমেছে ধারাবাহিকটির। গত সপ্তাহে সবাইকে চমকে দিয়ে সে পেয়েছিল ৯.০। তবে এই সপ্তাহে তার প্রাপ্ত নম্বর ৮.৫। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছে ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে ওই দুই ধারাবাহিক পেয়েছে ৭.৮। তৃতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। সে পেয়েছে ৭.৪।
শুরুটা ভাল হয়নি ‘কার কাছে কই মনের কথা’র। তবে যত দিন যাচ্ছে ততই যেন এই ধারাবাহিক চমকে দিচ্ছে সকলকে। ধারাবাহিকটি পেয়েছে ৭.২। রয়েছে চতুর্থ স্থানে। ওই একই স্থানে জায়গা করে নিয়েছে ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকটিও। পঞ্চম স্থানে রয়েছে ‘হরগৌরী পাইস হোটল’। সে পেয়েছে ৬.৮ নম্বর। চমকের বাকি আছে আরও। একসঙ্গে তিন ধারাবাহিক রয়েছে ষষ্ঠ স্থানে। তারা হল ‘তুঁতে’, ‘রাঙা বউ’ ও ‘লাভ বিয়ে আজকাল’। সপ্তম স্থানে রয়েছে অপরাজিতা আঢ্যর ‘জল থই থই ভালবাসা’। শুরুতেই কিন্তু বাজিমাত ইণ্ডাস্ট্রির ‘পুরনো চাল’ অপার। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ‘তোমাদের রানি’, ‘বাংলা মিডিয়াম’ ও ‘ইচ্ছে পুতুল’। দশম স্থানে জায়গা করে নিয়েছে মিলিও।
তবে টিআরপি বড়ই অদ্ভুত। এরই মধ্যে বিশ্বকাপ ও পুজো একসঙ্গে। আগামী সপ্তাহে টিআরপি তালিকায় কেমন জায়গা করে নেয় ধারাবাহিকগুলি, এখন সেটাই দেখার।