TRP: নম্বর আরও কমল ‘অনুরাগের ছোঁয়া’র, ‘রামপ্রসাদ’ শুরু থেকেই তলানিতে!
Bengali Serial TRP: গত সপ্তাহে চমকে দিয়েছিল 'জগদ্ধাত্রী'। এক ধাক্কায় 'অনুরাগের ছোঁয়া'কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল প্রথমে। এই সপ্তাহেও হল ঠিক তাই।

গত সপ্তাহে চমকে দিয়েছিল ‘জগদ্ধাত্রী’। এক ধাক্কায় ‘অনুরাগের ছোঁয়া’কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল প্রথমে। এই সপ্তাহেও হল ঠিক তাই। এবারেও আর টপার হওয়া হল না ‘অনুরাগের ছোঁয়া’র। নম্বর আরও কমল ওই ধারাবাহিকের। এই সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছে ৭.৭। অন্যদিকে এই সপ্তাহে জগদ্ধাত্রীর প্রাপ্ত নম্বর ৮.২। প্রথম হয়েছে সে, ‘অনুরাগ…’ দ্বিতীয়। ওদিকে তৃতীয় স্থানে জায়গা করেছে ‘গৌরী এল’। পেয়েছে ৭.৫ নম্বর। গত সপ্তাহেও ওই একই নম্বর পেয়েছিল ধারাবাহিকটি। চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে বেশ ভালই ফল করছে ওই ধারাবাহিকটি। এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৭.৪। তবে গত সপ্তাহের থেকে নম্বর কমেছে। সাধারণত পঞ্চম স্থানে এ যাবৎ জায়গা করে নিয়েছে ‘পঞ্চমী’। কিন্তু এই সপ্তাহে গুলিয়ে গিয়েছে সে হিসেবও। ওই স্থানে রয়েছে ‘রাঙা বউ’। ধারাবাহিকটি পেয়েছে ৬.০। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৬.২।
প্রথম পাঁচে জায়গা করতে পারেনি নীল-তিয়াসার বাংলা মিডিয়াম। ওই ধারাবাহিক পেয়েছে ৫.৮। অন্যদিকে ‘পঞ্চমী’ নেমে এসেছে সপ্তম স্থানে। পেয়েছে ৫.৭। অষ্টম স্থানে রয়েছে দু’টি ধারাবাহিক। ‘মেয়েবেলা’ ও ‘খেলনাবাড়ি’ এই দুই ধারাবাহিকই পেয়েছে ৫.৫। নবম স্থানে রয়েছে ‘গাঁটছড়া’। এই সপ্তাহে গাঁটছড়ায় হয়েছে রদবদল। সোলাঙ্কি রায় ধারাবাহিকটি ছেড়ে দেওয়ায় গল্পের গতি এগিয়ে গিয়েছে বেশ খানিকটা। ওদিকে আবার দশম স্থানে রয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। ওই ধারাবাহিক পেয়েছে ৫.২। সদ্য শুরু হওয়া এই ধারাবাহিকটি কিন্তু দর্শকদের ইতিমধ্যেই বেশ ভাল লেগেছে। এই সপ্তাহেই শুরু হয়েছিল সব্যসাচী চৌধুরীর কামব্যাক ধারাবাহিক ‘রামপ্রসাদ’। ‘বালিঝড়’-এর জায়গায় শুরু হয় ওই ধারবাহিক। কিন্তু কই! নম্বর আর বাড়ল না। প্রথম সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৩.২।
ইদানিং এক ট্রেন্ড দেখা গিয়েছে টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছে না। তবে টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?





