আমার সংসারই হচ্ছে না, ওদিকে সবাই ডিভোর্স করে নিচ্ছে: রাখি সাওয়ান্ত

শনিবারই এক বিবৃতি পেশ করে কিরণ এবং আমির দু়’জনে জানান তাঁদের বিচ্ছেদের খবর

আমার সংসারই হচ্ছে না, ওদিকে সবাই ডিভোর্স করে নিচ্ছে: রাখি সাওয়ান্ত
রাখি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2021 | 2:32 PM

রাখি সাওয়ান্ত বিবাহিত না অবিবাহিত, সেই প্রশ্ন নতুন নয়। তিনি দাবি করেন তাঁর স্বামীর নাম ঋতেশ, যিনি প্রবাসী। যদিও ঋতেশ কোনওদিন ধরা দেননি পাপারাৎজির লেন্সে। সংসার করাও হয়নি রাখির। এ বার আমির খান এবং কিরণ রাওয়ের সদ্য হওয়া বিবাহ বিচ্ছেদের খবর নিয়ে নিজের মনের ভাব প্রকাশ করলেন রাখি। রাখঢাক না করেই জবাব দিলেন নিজস্ব স্টাইলে।

রাখিকে প্রশ্ন করা হয়, এই ব্যাপারে তাঁর অভিমত কী? উত্তরে এক মুহূর্ত চিন্তা না করেই রাখি জবাব দেন, “আমি নিজেই ঘর সংসার করতে পারছি না, ওদিকে লোকের বিচ্ছেদ হয়ে যাচ্ছে।” বিগবসের বাড়িতে থাকাকালীনও ঋতেশের কথা বারেবারেই বলেছেন রাখি। বলেছেন ঋতেশ তাঁকে চিঠি পাঠিয়েছেন। কিন্তু ঋতেশের ভারতে না আসায় মনঃক্ষুণ্ণ রাখি বলেছিলেন, “আমার স্বামী ক্যামেরার সামনে আসতে চাইছেই না। বর্তমানে ইওরোপে রয়েছে সে। আমার বিয়ে যে এ ভাবে ট্র্যাজেডি হয়ে যাবে তা আগে বুঝতেই পারিনি।” যদিও বিগবস হাউজ থেকে বেরিয়েও দেখা মেলেনি রাখির স্বামীর।

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)

ওদিকে আমির-কিরণের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন আর এক জনপ্রিয় অভিনেত্রী হিনা খানও। যে আভিজাত্যের সঙ্গে একসঙ্গে বিবৃতি দিয়ে আমির এবং কিরণ বিচ্ছেদের খবর প্রকাশ্যে এনেছেন তার তারিফ করেছেন হিনা। লিখেছেন, “বিচ্ছেদ খবর হৃদয় বিদারক কিন্তু খারাপ সময় কীভাবে সামলাতে হয় তা ওদের দেখে শেখা উচিত।

আরও পড়ুন ‘নারীসুলভ’ নন! তাপসীকে ‘কাকু’ বলে তোপ কঙ্গনার দিদি রঙ্গোলীর

শনিবারই এক বিবৃতি পেশ করে কিরণ এবং আমির দু়’জনে জানান তাঁদের বিচ্ছেদের খবর। যাতে লেখা ছিল—‘গত পনেরো সুন্দর বছর একসঙ্গে আমরা এক আজীবন অভিজ্ঞতা, আনন্দ এবং সুখ ভাগ করে নিয়েছি এবং আমাদের সম্পর্কটি কেবল বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালবাসায় বেড়েছে। এখন আমরা আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চাই— স্বামী-স্ত্রী হিসাবে নয়, একজন বাবা-মা এবং পরিবার হিসেবে…’।

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)