TV actress: ভাড়াটে সেজে বৃদ্ধের সঙ্গে ঘনিষ্ঠ, এরপরেই হুমকি, অভিনেত্রীর কুকীর্তি ফাঁস!
TV actress: ভয়ানক অভিযোগ সিরিয়ালের অভিনেত্রীর বিরুদ্ধে। ৭৫ বছরের প্রাক্তন সেনাপ্রধানকে ফাঁসানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে।
ভয়ানক অভিযোগ সিরিয়ালের অভিনেত্রীর বিরুদ্ধে। ৭৫ বছরের প্রাক্তন সেনাপ্রধানকে ফাঁসানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয় ১১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে আপাতত গ্রেফতার করা হয়েছে তাঁকে ও তাঁর বন্ধুকে। কী ঘটেছে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালয়ালাম টেলি নায়িকা নিত্য শশী গত ২৪ মে একটি বাড়ি ভাড়া নেওয়ার অজুহাতে ওই প্রাক্তন সেনাপ্রধানের সঙ্গে দেখা করেন। বারংবার তাঁকে ফোন করে যোগাযোগ দৃঢ় করেন।
পুলিশের বয়ান বলছে, ” এরকমই এক দিন আচমকাই তাঁর সঙ্গে দেখা করে ওই ব্যক্তির পোশাক খুলতে বলেন নায়িকা। তিনি পোশাক খুলতেই নায়িকার পুরুষবন্ধু বিনু সেখানে পৌঁছে যান। পরিকল্পনা অনুযায়ী নায়িকার সঙ্গে সেনা প্রধানের ঘনিষ্ঠ ছবিও তোলেন ফোনে।” এরপরেই শুরু হয় লাগাতার হুমকি। ২৫ লক্ষ টাকা না দিলে সেনাপ্রধানের ওই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হবে বলে ব্ল্যাকমেল করতে থাকেন নায়িকা ও তাঁর বন্ধু। জানা গিয়েছে, ১১ লক্ষ টাকা দিয়েও দেন ওই প্রাক্তন সেনাপ্রধান। কিন্তু হুমকির মাত্রা অতিরিক্ত হওয়াতেই বাধ্য হয়ে গত ১৮ জুলাই পারাভুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।
পুলিশের সামনেই ওই দুই ব্যক্তিকে ফোন করা হয়। উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়ার পরেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের আদালতে তোলা হয়। এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছে নায়িকা ও বন্ধু।