Reality Show TRP: TRP-র টপ তালিকায় কোন রিয়্যালিটি শো? কামাল দেখালেন রোহিত শেট্টি
Rohit Shetty:
TRP-র তালিকায় সেরার সেরা লিস্টে রিয়্যালিটি শো-এর জায়গা খয়ুব একটা চোখে পড়ে না বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। মাঝে মধ্যে TRP-র তালিকাতে উঁকি ঝুঁকি মারলেও তার জায়গা খুব একটা স্থায়ী নয়। তবে হিন্দি TRP তালিকাতে এবার চমক ঘটালেন রোহিত শেট্টি। ঝড় তুললেন প্রথম এপিসোডেই। সদ্য শুরু হয়েছে ‘খাতরো কে খিলাড়ি’ রিয়্যালিটি শো। যার ১৩ তম সিজন সবে মাত্র শুরু হয়েছে। তবে তা শুরুতেই দ্বিতীয় স্থান দখল করে নিল। ২৯ তম সপ্তাহের TRP-র তালিকাতে চমক জাগালেন রোহিত শেট্টি। এই রিয়্যালিটি শোয়ের প্রাণকেন্দ্র হলেন রোহিত শেট্টি। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই শো নিয়ে সকলের মনে উত্তেজনার পারদ সর্বদাই থাকে তুঙ্গে।
তবে সেরা দশের তালিকাতে যে এই শো দ্বিতীয় স্থান দখল করবে, তা হয়তো অনেকেই আশা করেননি। ফলে লিস্ট প্রকাশ্যে আসতেই পলকে তা চমক জাগাল। ধারাবাহিক ‘অনুপমা’ ২.৭ পয়েন্ট পেয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে। এরপরই ‘খাতরো কে খিলাড়ি’, যার প্রাপ্ত নম্বর ছিল ২.১। এরপরের স্থানে ‘গুম হ্যায় কিসি কি পেয়ার ম্যায়’ পেয়েছে ২ পয়েন্ট। তবে চতুর্থ স্থান দখল করে নিয়েছে সকলের প্রিয় শো ‘তারক মেহেতা কা উল্টা চশমা’।
‘খাতরো কে খিলাড়ি’ শো শুরু হয়েছে ১৫ জুলাই। তবে শুরুতেই বাজিমাত রোহিত শেট্টির। প্রতিবারই এই শো ঘিরে দর্শকমনে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। তবে এবার প্রথম এপিসোড থেকেই দর্শক মনে এই উচ্ছ্বাস দেখে এক কথায় খুশির মেজাজে টিম।
প্রতিবারই এই শোয়ের প্রতিযোগীরা থাকেন সেলেবরা। নয় অভিনেতা অভিনেত্রী, নয়তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর, তাঁদের নিয়েই চলতে থাকে একের পর এক চ্যালেঞ্জিং পর্ব। রোহিত শেট্টির দেওয়া একের পর এক টাস্ক রীতিমত ভাবনায় ফেলে দেয় প্রতিযোগীদের, ভয়কে জয় করার সাহস যাঁর থাকে, এই শোয়ের সেরার সেরা খেতাব জয় করে থাকেনই সে-ই। এখন দেখার এবারের সফরে চমক জাগাবেন কে?