Nabanita Das: ‘গীতাতেই সমস্যার সমাধান’, নবনীতাকে কীসের পরামর্শ দিলেন ভক্ত…

Nabanita Das: সোশ্যাল মিডিয়ায় জিতু কিংবা নবনীতা দুইজনেই ভীষণ সক্রিয়। মাঝে মধ্যেই নানা পোস্ট করে থাকেন তাঁরা। যা পলকে দর্শকদের নজর কাড়ে।

Nabanita Das: 'গীতাতেই সমস্যার সমাধান', নবনীতাকে কীসের পরামর্শ দিলেন ভক্ত...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2023 | 1:38 PM

নবনীতা দাস, প্রথম থেকেই যাঁর প্রতিটা পদক্ষেপ দর্শকদের নজর কেড়েছে। তাঁর অভিনয় থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া উপস্থিতি, নবনীতা দাস টিভির জগতের এক উজ্জ্বল মুখ। নবনীতা দাস একটা সময় একের পর এক জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন। বর্তমানে তিনি সান বাংলায় বিয়ের ফুল ধারাবাহিকে কাজ করছেন। যেখানে পর্দায় তিনি বিয়ে নিয়ে ব্যস্ত, তখনই তাঁর ব্যক্তগত জীবনে ঝড়। গত একমাস ধরে ক্রমাগত খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী নবনীতা দাস। কারণ জিতু কামালের সঙ্গে তাঁর সম্পর্কের ভাঙন যেন কেউ মেনে নিতে পারছিলেন না। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া সেই খবরে আজও বুঁদ নেটপাড়া। ভক্তরা কেবলই শুনতে চায় এই খবর মিথ্যে।

সোশ্যাল মিডিয়ায় জিতু কিংবা নবনীতা দুইজনেই ভীষণ সক্রিয়। মাঝে মধ্যেই নানা পোস্ট করে থাকেন তাঁরা। যা পলকে দর্শকদের নজর কাড়ে। তবে সম্প্রতিতে সব পোস্টের কমেন্ট বক্সের ছবিটাই এক। সেখানে অন্য কোনও প্রসঙ্গ থাকছে না, কেবলই সকলে অনুরোধ করে চলেছেন তাঁরা যেন সম্পর্ক ঠিক করে নেন। হটকারিতায় যেন তাঁরা কোনও ভূল না করে ফেলেন। যদিও নবনীতা অতীতে বারবার জানিয়েছিলেন, তিনি মোটেও কোনও হটকারী সিদ্ধান্ত নেননি। তাঁরা দুজনে মিলেই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

তবে নবনীতার পোস্ট দেখা মাত্র এবার এক ভক্ত তাঁকে এক উপদেশ দিয়ে বসলেন। গীতা পাঠ করতে। ধর্মগ্রন্থেই জীবনের সব সমস্যার সমাধান লুকিয়ে করেছে বলেই নবনীতাকে উপদেশ দেন তিনি। তাঁর কথায় ধর্মগ্রন্থই জীবনে সঠিক পথ দেখাবে। কমেন্ট বক্সে লেখেন, ‘রোজ গীতা পড়ো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। জিতুর সঙ্গে থাকবে, নাকি থাকবে না, গীতাই তোমাকে উত্তর দিয়ে দেবে।’

View this post on Instagram

A post shared by Nabanita❤ (@nabanita.das)