Rakhi Sawant: ক্যানসার সচেতনতা অনুষ্ঠানে বিয়ের কনের মতো সাজ! তীব্র তুলোধনা রাখীকে

Rakhi Sawant: পুনেতে ছিল ওই অনুষ্ঠান। সেখানেই প্রেমিক আদিলকে নিয়ে হাজির হন রাখী। লাল গাড়ি থেকে নামতেই দেখা যায় প্রায় পাঁচ-ছয়টি হার পরেছেন রাখী।

Rakhi Sawant: ক্যানসার সচেতনতা অনুষ্ঠানে বিয়ের কনের মতো সাজ! তীব্র তুলোধনা রাখীকে
তীব্র তুলোধনা রাখীকে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2022 | 11:27 AM

মাঝেমধ্যেই অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে ফেলেন তিনি। কখনও পাপারাজ্জির সামনেই ভেঙে পড়েন কান্নায় আবার কখনও বা করে ফেলেন বেফাঁস মন্তব্য। তবে এবার সে সব কিছু না করেও ট্রোলের মুখোমুখি রাখী সাওয়ান্ত। ক্যানসার সচেতনতার এক অনুষ্ঠানে তিনি চলে গেলেন পুরদস্তুর কনের সাজে। গা ভর্তি গয়না, নাকে নথ, আর সঙ্গে লেহেঙ্গা– বাদ দিলেন না কিছুই। আর এর পরেই নেটিজেনদের তুলোধনা তাঁকে। প্রকাশ্যে প্রশ্ন এল, “এই কি তোমার রুচি”? পাপারাজ্জিও ট্রোল করতে ছাড়ল না তাঁকে। আর রাখী? তিনি কী বলছেন?

পুনেতে ছিল ওই অনুষ্ঠান। সেখানেই প্রেমিক আদিলকে নিয়ে হাজির হন রাখী। লাল গাড়ি থেকে নামতেই দেখা যায় প্রায় পাঁচ-ছয়টি হার পরেছেন রাখী। এখানেই শেষ নয়, মাথায় পরেছেন এক মুকুটও। অন্যদিকে প্রেমিকও পরে এসেছেন শেরওয়ানি। সব মিলিয়ে পুরদস্তুর বিয়েবাড়ির সাজ। অথচ রাখী যেন নিরুত্তাপ। উল্টে পাপারাজ্জির দিকে চেয়ে তাঁকে বলতে শোনা যায়, “এই পোশাকটি কী ভারি”। ভিডিয়ো ভাইরাল হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। আর এর পরেই শুরু হয় তীব্র তুলোধনা। অনেকেই আবার লেখেন, “বিয়ে করেই অনুষ্ঠানে যোগ দিতে চলে এলেন নাকি”। রাখী অবশ্য ট্রোলিং নিয়ে মুখ খোলেননি।

কয়েক মাস আগেই বয়সে বেশ খানিক ছোট আদিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাখী। রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আবারও তাঁর জীবনে নতুন পুরুষ। কিছু দিন আগেই রাখী দাবি করেছিলেন তাঁর প্রাক্তন স্বামী নাকি তাঁর জীবন দুর্বিসহ বানিয়ে দিয়েছেন। তাঁকে নাকি রীতিমতো হুমকি দিচ্ছেন এমনকি সোশ্যাল মিডিয়ার যাবতীয় পাসওয়ার্ডও নাকি তাঁরই হেফাজতে। থানায় অভিযোগ জানাতেও গিয়েছিলেন তিনি। রাখীর এই ঘটনা যেমন অনেকেই বিশ্বাস করেছিলেন পাল্টা অনেকেরই মন্তব্য ছিল আবারও খবরের শিরোনামে থাকার জন্য এই সব ‘স্টান্ট’ বেছে নিচ্ছেন রাখী সাওয়ান্ত।