Shehnaaz Gill: ‘শেহনাজ কি সারা জীবন বিয়ে করবে না?’, সিড-নাজ ভক্তদের উপর চটলেন সলমন
Shehnaaz Gill: সিদ্ধার্থ শুক্লা নেই প্রায় দুই বছর হতে চলল। তবু সিদ্ধার্থ ও শেহনাজ গিলের ভক্তদের কাছে তাঁরা আজও 'সিডনাজ'।

সিদ্ধার্থ শুক্লা নেই প্রায় দুই বছর হতে চলল। তবু সিদ্ধার্থ ও শেহনাজ গিলের ভক্তদের কাছে তাঁরা আজও ‘সিডনাজ’। শেহনাজের জীবনে অন্য কোনও পুরুষের আগমন ঘটেছে জানলেই রে রে করে ছুটে আছেন অধিকাংশই। ট্রোল-মিমে ভরে ওঠে সোশ্যাল মিডিয়ায়। এবার এই নিয়েই রেগে গেলেন সলমন খান। সিডনাজ ভক্তদের উদ্দেশে তাঁর পাল্টা প্রশ্ন, “শেহনাজ কি সারাজীবন অবিবাহিতই রয়ে যাবে?” সলমন বলেন, “আগে শেহনাজকে সবাই সিডনাজ সিডনাজ বলে ডাকত। এখন সিদ্ধার্থ এই পৃথিবীতে নেই। যেখানেই আছে ও নিশ্চয়ই চাইছে শেহনাজের জীবনেও কেউ আসুক। বিয়ে হোক, বাচ্চা হোক…”। সলমন যোগ করেন, “কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এখনও সেই সিডনাজ সিডনাজ করেই যাচ্ছে। আরে বাবা শেহনাজ কি সারাজীবন অবিবাহিতই রয়ে যাবে?” সলমনের এই মন্তব্যে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, সলমন যা বলেছেন তা ঠিক, আবার কারও মতে সাফল্যের মোহেই নাকি মাথা ঘুরে গিয়েছে শেহনাজের।
প্রসঙ্গত, শেহনাজ সিদ্ধার্থ শুক্লাকে হারিয়েছেন প্রায় বছর দেড়েক আগে। শেহনাজ গিলের ব্যক্তিগত জীবন নিয়ে এর পর থেকে চলছে একের পর এক রটনা। কখনও রটছে রাঘব জুয়েলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আবার কখনও বা গায়ক গুরু রান্ধওয়ার সঙ্গে তাঁর প্রেমের কানাঘুষো নিয়ে চলেছে চর্চা। শেহনাজ কখনও রেগে গিয়েছেন, আবার কখনও বা চুপ করে থেকেছেন। তবে সম্প্রতি তাঁর প্রেম নিয়ে মুখ খোলেন খোদ সলমন। শেহনাজের ডেবিউ ছবির ট্রেলার লঞ্চের সময় হঠাৎই সলমনকে বলতে শোনা যায়, “এই ছবির দৌলতেই আমি একটা রসায়ন লক্ষ্য করেছি। কিন্তু কেউই তা আগে এগিয়ে নিয়ে যেতেই চাইছে না।” এর পরেই ট্রেলার লঞ্চে আগত সিদ্ধার্থ নিগমের দিকে তাকিয়ে বলেন, “কী, তাই তো সিদ্ধার্থ? আমি যা দেখেছি, তুমিও তো তাই দেখেছ। তবে ওই কেমিস্ট্রি দূর দূর থেকেই হচ্ছে। কেউ এক ধাপও এগচ্ছে না।” সলমনের ওই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া কার্যত তোলপাড় তখন রাঘব বা শেহনাজ কিন্তু দুজনেই নীরব। তবে এর আগে যখন এই গুঞ্জন নিয়ে বিস্তর লেখালিখি হয় তখন এ নিয়ে মুখ খুলেছিলেন শেহনাজ। মুখ খোলা শুধু নয়, বরং বলা ভাল, সাংবাদিকের প্রশ্নে রীতিমতো রেগে গিয়েছিলেন তিনি। দুজন বিপরীত লিঙ্গের মানুষ কথা বললেই কি প্রেম হয়ে যায়? ছুড়েছিলেন পাল্টা প্রশ্নও। এই মুহূর্তে নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন তিনি। যদিও রাঘবের সঙ্গে তাঁর প্রেমের চর্চা জারি।





