Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সিঁদুর দেখে ভাববেন না বিয়ে করে নিয়েছি, বিয়ে করলে লুকবো কেন: শ্রুতি

যে ছবি পোস্ট করেছেন শ্রুতি তাঁর সামাজিক মাধ্যমে, সেখানেও আরও একবার স্বর্ণেন্দুর জন্য তাঁর ভালবাসার ইজহার। হবু স্বামীর উদ্দেশ্যে লিখেছেন, "আমার ইম্পারফেক্টলি পারফেক্ট হবু বর, তোমায় ভালবাসি"।

সিঁদুর দেখে ভাববেন না বিয়ে করে নিয়েছি, বিয়ে করলে লুকবো কেন: শ্রুতি
স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতি।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2021 | 5:40 PM

সিঁথিতে উঁকি দিচ্ছে সিঁদুর। পাশে তাঁকে জাপটে রয়েছেন প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দার। জোর জল্পনা নেটিজেন মহলে। শ্রুতি দাস তবে কি চুপিসারেই বিয়ে সেরে নিলেন?

উত্তর দিয়েছেন শ্রুতি নিজেই। মুখ খুলেছেন টিভিনাইন বাংলার সামনে। জানিয়েছেন, প্রেমের কথা সকলেই জানেন তাই বিয়ে করলে লুকিয়েই বা রাখবেন কেন? না, তিনি বিয়ে করেননি। তাহলে? শ্রুতির কথায়, “শুট ছিল। সেখান থেকে ওর সঙ্গে পাবে গিয়েছিলাম। সেই কারণেই সিঁদুর।” ‘দেশের মাটি’ ধারাবাহিকে নোয়া বিবাহিত হলেও শ্রুতি নন, তিনি হ্যাপিলি কমিটেড।

যে ছবি পোস্ট করেছেন শ্রুতি তাঁর সামাজিক মাধ্যমে, সেখানেও আরও একবার স্বর্ণেন্দুর জন্য তাঁর ভালবাসার ইজহার। হবু স্বামীর উদ্দেশ্যে লিখেছেন, “আমার ইম্পারফেক্টলি পারফেক্ট হবু বর, তোমায় ভালবাসি”। হ্যাশট্যাগে আবার লিখেছেন আর মাত্র সাত দিন বাকি। আবারও প্রশ্ন? কীসের সাতদিন? বিয়ের! সে উত্তরও দিয়েছেন শ্রুতি নিজেই। জানিয়েছেন তাঁর জন্মদিনের আর সাত দিন বাকি। সেদিন প্ল্যান রয়েছে উদযাপনের। আর সে কারণেই ওই হ্যাশট্যাগ। শ্রুতির জন্মদিন তাঁর প্রেমের বর্ষপূর্তিও বটে। সব মিলিয়ে জোড়া সেলিব্রেশনের জন্য দিন গুণছেন অভিনেত্রী।

দিন কয়েক আগেই পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে সমুদ্র ভ্রমণে বেরিয়েছিলেন শ্রুতি। ছোট্ট রোড ট্রিপ। সঙ্গে বাবা-মা যেমন ছিলেন, ঠিক তেমনই হাজির ছিলেন তাঁর প্রেমিক পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারও। সমুদ্রতট থেকে একের পর এক ছবি শেয়ার করেছিলেন তিনি।

এই মুহূর্তে ‘দেশের মাটি’ ধারাবাহিকে অভিনয় করছেন শ্রুতি। তাঁর চরিত্রের নাম নোয়া। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তাঁর অল্প দিনের কেরিয়ার। কিন্তু ইতিমধ্যেই দর্শকের দরবারে তিনি পরিচিত নাম। প্রথম ধারাবাহিকেই তাঁর জনপ্রিয়তা এসেছিল। এখন ‘দেশের মাটি’ ধারাবাহিকেও তাঁর অভিনয় বেশ চর্চিত। তবে এরই মধ্যে জুড়েছে বিতর্ক। কখনও গায়ের রঙ নিয়ে আবার কখনও ধারাবাহিকে তাঁর ভূমিকা কেন্দ্র করে শুনতে হয়েছে খারাপ মন্তব্য। প্রতিবারই শ্রুতি যদিও প্রতিবাদ করেছেন। ট্রোলারের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগও জানিয়েছেছিলেন এর আগে। নিয়েছিলেন উপযুক্ত ব্যবস্থাও।

আরও পড়ুনMallika Sherawat: সিনেমায় এসেছিলেন বলে বাবা ত্যাজ্য করেছিলেন; মল্লিকাও ত্যাগ করেছিলেন পিতৃ পরিচয়