Shruti Das: খালি গলায় শ্রুতির গান শুনে মুগ্ধ নেটিজেন, রইল ভিডিয়ো
সম্প্রতি শ্রুতি গেয়েছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দ্বিতীয় পুরুষ ছবির গান 'আবার ফিরে এলে'। যে গানের সঙ্গীত পরিচালনা করেছিলেন অনুপম রায়। গেয়েছিলেন অরিজিৎ সিং।
ধারাবাহিকের কাজ শেষ হতেই হাতে কিছুটা সময় মিলেছে অভিনেতা শ্রুতি দাসের। আর এই অবসরেই কখনও করছেন ঘর পরিষ্কার আবার কখনও বা খালি গলায় গান গেয়ে মাতিয়ে রাখছেন নেটপাড়া।
সম্প্রতি শ্রুতি গেয়েছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দ্বিতীয় পুরুষ ছবির গান ‘আবার ফিরে এলে’। যে গানের সঙ্গীত পরিচালনা করেছিলেন অনুপম রায়। গেয়েছিলেন অরিজিৎ সিং। যন্ত্রের সাহায্য নয়, বরং খালি গলাকেই বেছে নিয়েছেন শ্রুতি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের একটা বড় অংশ। শ্রুতি যে অভিনয় ও নাচের পাশাপাশি গানটাও ভাল গান এ খবর হয়তো অনেকেই জানেন। সম্প্রতি দাদাগিরির মঞ্চেও তাঁর গান শোনা গিয়েছিল। ওই রিয়ালিটি শো’র বিজয়ীও হয়েছিলেন শ্রুতি। প্রিয় অভিনেত্রীর গান আরও একবার শুনতে পেয়ে খুশি তাঁর অনুরাগীরাও।
সদ্য শেষ হল ধারাবাহিক ‘দেশের মাটি’। ওই ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে জমে উঠেছিল ‘দেশের মাটি’র গল্প। কিন্তু আচমকাই শেষ হয়ে গেল ওই ধারাবাহিক। হঠাৎ ধারাবাহিক শেষ হওয়া নিয়ে প্রশ্নও জমেছিল নানা মহলে। তবে এই ধারাবাহিকে সুযোগ পেয়ে আপ্লুত শ্রুতি। তাঁর উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। স্বল্প কেরিয়ারেই তিনি যেন টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন।
শুধু অভিনয় নয়। ট্রোলিং সামলেও শিরোনামে এসেছেন শ্রুতি। গায়ের রঙের জন্য তাঁকে নেট নাগরিকদের কটাক্ষ শুনতে হয় কেরিয়ারের প্রথম থেকেই। বহু দিন সহ্য করার পর অবশেষে দিন কয়েক আগে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এই প্রতিবাদে সমাজের বহু বিশিষ্ট মানুষকে পাশে পেয়েছেন। শ্রুতিকে ভালবাসার মানুষও কম নেই। তাঁর কাজ, অভিনয় পছন্দ করেন এমন অনুরাগীর সংখ্যাও অগুণতি। তাঁদের কথা ভেবে এবং নিজের ভবিষ্যতের জন্য প্রতিদিন নিজের পারফরম্যান্স আরও উন্নত করার প্রয়াস থাকে অভিনেত্রীর।