Siddharth Sen: সিদ্ধার্থের ঘরে খুদে হৃত্বিক, সদ্যজাতের ছবি শেয়ার করলেন অভিনেতা

Siddharth Sen: সন্তানের মধ্যে রয়এছে এক বিশেষ বৈশিষ্ট্য। যে কথা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। লিখলেন, তাঁর সন্তানের রয়েছে ১১ টি আঙুল।

Siddharth Sen: সিদ্ধার্থের ঘরে খুদে হৃত্বিক, সদ্যজাতের ছবি শেয়ার করলেন অভিনেতা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2023 | 2:15 PM

পরিবারে এল নতুন সদস্য। অভিনেতা সিদ্ধার্থ সেন বাবা হলেন। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর নিজেই শেয়ার করে নিলেন। খুশির জোয়ারে ভাসছে পরিবার। স্ত্রী অন্তঃসত্ত্বা, সেই খবর আগেই জানিয়ে ছিলেন অভিনেতা। এবার সন্তান হওয়ার খবরও শেয়ার করে নিলেন। ছেলের বাবা হলেন তিনি। ছেলের নাম কি রেখেছেন, তাও শেয়ার করে নিলেন সকলের সঙ্গে। খুশির হাওয়া টলিপাড়ায়। সকলেই শুভেচ্ছা জানাল দম্পতিকে। ফাগুনের মোহনা ধারাবাহিকে অভিনয় করেন সিদ্ধার্থ। দিন দিন বাড়ছে জনপ্রিয়তা। তারই মাঝে এবার সুখবর দিয়ে ভক্তদের চমকে দিলেন তিনি। সন্তানের নাম রাখলেন জোরাওয়ার। সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি শেয়ার করে তিনি লিখলেন, আমার সিম্বা। নাম দিয়েছি জোরাওয়ার। সন্তান ও তাঁর মা সুস্থ আছেন।

তবে সন্তানের মধ্যে রয়এছে এক বিশেষ বৈশিষ্ট্য। যে কথা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। লিখলেন, তাঁর সন্তানের রয়েছে ১১ টি আঙুল। আর এই এগারো আঙুলের জন্য বিখ্যাত হৃত্বিক রোশন। এই আঙুলকে তিনি লাকি বলেই মনে করেন। এবার টলিপাড়ায় খুদে হৃত্বিক। ছেলের হাতে ১১ আঙুল। গর্বের সঙ্গে শেয়ার করলেন সিদ্ধার্থ। ‘গ্রামের রানি বীণাপাণি’ ধারাবাহিকটির কথা মনে আছে? গত বছরে শেষ হয়েছিল ধারাবাহিকটি। এই ধারাবাহিকের হাত ধরেই শুরু হয়েছিল সিদ্ধার্থের অভিনয় সফর। বিপরীতে ছিলেন অভিনেত্রী অ্যান মেরি টমকে।

প্রসঙ্গত, তাঁর বর্তমান ধারাবাহিকটি নাম ‘ফাগুনের মোহনা’। ধারাবাহিকে অ্যানের নাম রুমঝুম। অন্যদিকে আয়ুষের চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ। এক সাধাসিধে গ্রামের মেয়ে রুমঝুম, অন্যদিকে আয়ুষ এক সুপারস্টার অভিনেতা। সাফল্যের সঙ্গে সঙ্গে দম্ভও যার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। দুজনের পৃথিবীও আলাদা। আয়ুষকে দারুণ পছন্দ করে রুমঝুম। কিন্তু রুমঝুমের অস্তিত্ব সম্পর্কেই অবগত নন আয়ুষ। তাঁর কাছে রুমঝুম কেবলই ভিড়ের মধ্যে থাকা এক মুখ্য ব্যতীত কিছুই নয়। আয়ুষের জন্য গ্রাম ছাড়ে সে। বড় শহরে সে কীভাবে দেখা পাবে আয়ুষের? ভাগ্য তাঁদের জন্য লিখে রেখেছে কোন গল্প? এই নিয়ে প্লট ধারাবাহিকের।