Sreemoyee Chattoraj: মধ্যরাতে কাঞ্চনের জন্য প্রার্থনা, অদেখা ছবি শেয়ার করে কী লিখলেন শ্রীময়ী?

Sreemoyee Chattoraj: তখন মাঝরাত। আচমকাই শ্রীময়ী চট্টরাজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে হাজির কাঞ্চন মল্লিক।

Sreemoyee Chattoraj: মধ্যরাতে কাঞ্চনের জন্য প্রার্থনা, অদেখা ছবি শেয়ার করে কী লিখলেন শ্রীময়ী?
মধ্যরাতে শ্রীময়ীর স্টেটাসে হাজির কাঞ্চন
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2022 | 9:46 AM

তখন মাঝরাত। আচমকাই শ্রীময়ী চট্টরাজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে হাজির কাঞ্চন মল্লিক। দুজনের মুখই হাসি মাখা। শ্রীময়ী পড়েছেন লাল শাড়ি আর কাঞ্চন পড়েছেন সাদা রঙের পাঞ্জাবি। সঙ্গে আবার শ্রীময়ী জানিয়েছেন একগুচ্ছ শুভেচ্ছাও। ‘কাঞ্চনদা’র আগামী দিনগুলো যাতে ভাল ভাবে কাটে সেই প্রার্থনাই তাঁর। কী বিশেষ দিন আজ? কেন শ্রীময়ীর এই শুভেচ্ছা বার্তা?

শুক্রবার অর্থাৎ আজ কাঞ্চন মল্লিকের জন্মদিন। সেই উপলক্ষেই ওই স্টেটাস দিয়েছেন শ্রীময়ী। একই সঙ্গে তিনি লিখেছেন, “জন্মদিন শুভ হোক। আগামী দিনগুলো সুখে ও শান্তিতে কাটুক।” সঙ্গে বেশ কিছু ইমোজি। কাঞ্চন নিজেও তাঁর সামাজিক মাধ্যমে জন্মদিন পালনের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন।

গত বছর শ্রীময়ী ও কাঞ্চনের সম্পর্ক নিয়ে উত্তাল ছিল টলিউড। উত্তরপাড়ার সাংসদের স্ত্রী পিঙ্কি স্বামীর বিরুদ্ধে এনেছিলেন বিস্ফোরক কিছু অভিযোগ। যদিও শ্রীময়ী এ কথা মানতে চাননি তখনও। মানতে চাননি কাঞ্চনও। সব মিলিয়ে ক্রমশ জটিল হয়ে উঠছিল সম্পর্কের সমীকরণ। এরই মধ্যে কাঞ্চনের স্ত্রী পিঙ্কির সঙ্গে দেখা করতে শ্রীময়ী-কাঞ্চন গিয়েছিলেন চেতলার সবুজ বাগান লেনে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানেই বচসায় জড়ান তাঁরা, যা গড়িয়েছিল থানা পর্যন্ত। পিঙ্কি অভিযোগ করেছিলেন গাড়ি আটকে তাঁকে ও তাঁর সন্তানকে হুমকি দিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। অন্যদিকে কাঞ্চন পাল্টা থানায় পিঙ্কির বিরুদ্ধে লিখিত অভিযোগ করে দাবি করেছিলেন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘হেনস্থা করেছেন।’ টিভিনাইন বাংলাকে সে সময় কাঞ্চন বলেছিলেন, “মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। কোথাও বেরনোর মুখ নেই। আমার এ বার ভয় লাগছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কী জবাব দেব?”

সময়ের সঙ্গে সঙ্গে সেই উত্তাপের আজ এখন অনেকটাই ফিকে। প্রকাশ্যে কাদা ছোঁড়াছুঁড়ি এরপর আর দেখা যায়নি। তবু বিশেষ দিনে কাছের মানুষের জন্য শ্রীময়ীর এই শুভেচ্ছা বার্তা যেন আরও একবার ফিরিয়ে নিয়ে যায় গত বছরে, নির্বাচনের ঠিক পরপর। ঝামেলা কি মিটল তিনজনের? এই প্রশ্নের সদুত্তর আজও মেলেনি।