Urfi Javed Controversy: ধর্ষণ ও খুনের হুমকি উরফিকে, চেয়েও থানায় কেন অভিযোগ করতে পারছেন না ভাইরাল কুইন

Viral Post: উরফি অভিযুক্তের একটি ছবি এবং তিনি তাঁকে যে অপমানজনক অডিয়ো পাঠিয়েছিলেন, তার একটি স্ক্রিনশটও শেয়ার করেছিলেন।

Urfi Javed Controversy: ধর্ষণ ও খুনের হুমকি উরফিকে, চেয়েও থানায় কেন অভিযোগ করতে পারছেন না ভাইরাল কুইন
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 11:29 AM

উরফি জাভেদ প্রথম থেকেই তাঁর ছকভাঙা ফ্যাশনের জন্য সকলের নজরে চর্চিত। কেউ তাঁর প্রশংসা করেন, কেউ আবার তাঁর কড়া ভাষায় সমালোচনা করেন। তবে কোথাও গিয়ে যেন বেশকিছু মানুষের রোষের মুখে বারে বারে পড়তে হয় তাঁকে। এবারও তার ব্যতিক্রম হল না। তবে অচেনা বা অজ্ঞাত কোনও ব্যক্তির থেকে নয়, চেনা মানুষই এবার উরফিকে দিলেন ধর্ষণ ও হত্যার হুমকি। নিজেই সোশ্য়াল মিডিয়ায় জানালেন উরফি, সমস্তটাই। সেই পোস্টের সাপেক্ষে এবার কড়া পদক্ষেপ পুলিশের। হাতে নাতে ধরলেন অভিযুক্তকে।

অভিনেতা ও মডেল উরফি জাভেদকে অশ্লীল অডিয়ো ক্লিপ এবং ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে শুক্রবার এক দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্তের নাম নবীন রঞ্জন গিরি, সোশ্যাল মিডিয়া মারফৎ এই হুমকি পেয়েছেন বলে উরফির অভিযোগ। উরফি আরও জানান, নানান ফোন নম্বর বদল করে উক্ত ব্যক্তি বারে বারে ভয় দেখাচ্ছেন উরফিকে। গোরেগাঁও পুলিশ অভিযোগ গ্রহণ করে, থানাসূত্রে খবর, জাভেদ গত কয়েকদিন ধরে অশ্লীল মন্তব্য ও হুমকি পাচ্ছিল। বৃহস্পতিবার রাতে, তিনি টুইটারে মুম্বই পুলিশকে ট্যাগ করে লিখেছেন: “আমি প্রতিদিন নতুন নম্বর থেকে এই ব্যক্তির কাছ থেকে ধর্ষণ এবং হত্যার হুমকি পাচ্ছি। দুর্ভাগ্যবশত, আমি ভারতে নেই, তাই আমি একটি অফিসিয়াল অভিযোগ দায়ের করতে পারছি না। কিন্তু এই লোকটি সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য এখানে বিস্তারিত দিলাম।”

উরফি অভিযুক্তের একটি ছবি এবং তিনি তাঁকে যে অপমানজনক অডিয়ো পাঠিয়েছিলেন, তার একটি স্ক্রিনশটও শেয়ার করেছিলেন। জাভেদের পরিচিত এই নবীন রঞ্জন গিরি, দালালের কাজ করেন। মুম্বই পুলিশ উরফির টুইটের জবাব দিয়েছে এবং টুইটারের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। তাঁর সমস্যাগুলো বিস্তারিতভাবে শোনার পর গোরেগাঁও পুলিশ পদক্ষেপ করেন। থানার এক মহিলা সাব-ইন্সপেক্টর গিরির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।