Tollywood Wedding: প্রেম করছেন চুটিয়ে, বিয়ে করছেন কবে? এবার মুখ খুললেন অভিনেত্রী সন্দীপ্তা সেন

Sandipta Sen: বিয়ে বিষয়টিকে কীভাবে দেখেন সন্দীপ্তা? তিনি কবে বিয়ে করছেন? খোলসা করলেন TV9 বাংলার কাছে।

Tollywood Wedding: প্রেম করছেন চুটিয়ে, বিয়ে করছেন কবে? এবার মুখ খুললেন অভিনেত্রী সন্দীপ্তা সেন
সন্দীপ্তার বিয়ে?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2022 | 6:41 PM

প্রেম করছেন অভিনেত্রী ও মনোবিদ সন্দীপ্তা সেন। মনের মতো একজন মানুষকে খুঁজে পেয়েছেন তিনি। এই খবর অবশ্য অনেকেরই জানা হয়ে গিয়েছে। সন্দীপ্তার প্রেমিকের নাম সৌম্য মুখোপাধ্যায়। এখনও পর্যন্ত অধিকাংশ মানুষ বিয়েকেই মনে করেন প্রেমের পরবর্তী পদক্ষেপ। বিষয়টিকে কীভাবে দেখেন সন্দীপ্তা? তিনি কবে বিয়ে করছেন? খোলসা করলেন TV9 বাংলার কাছে।

সৌম্য সেই অর্থে ইন্ডাস্ট্রির কেউ নন। একটি ওটিটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্মী। তিনি চিফ অপারেটিং অফিসার। সন্দীপ্তা TV9 বাংলাকে বলেছেন, “সৌম্য ইন্ডাস্ট্রির হয়েও, ইন্ডাস্ট্রির নয়। ওর কর্পোরেট কাজ।”

প্রেমিক সৌম্যর সঙ্গে সন্দীপ্তা…

সন্দীপ্তার কাছে বিয়ে বিষয়টা ঠিক কী?

অভিনেত্রী-মনোবিদ সন্দীপ্তা বলেছেন, “আমার কাছে বিয়ে মানে একসঙ্গে থাকা। পারিবারিক কিংবা সামাজিক চাপে পড়ে বিয়ে করতেই হবে, এই থিওরিতে আমি বিশ্বাস করি না। ফলে কোনও কিছুর চাপে বিয়ে করব না। আমার বাবা-মা খুবই কুল মানুষ। ওঁরা বিয়ে নিয়ে আমাকে চাপ দেন না। আমার সঙ্গে বন্ধুর মতো মেশেন। সৌম্যর মা নেই। বাবা আছেন। দু’জনের পরিবারই ভীষণ কুল।”

অনেকেই পছন্দ করেন সন্দীপ্তাকে। অনেকে প্রেম প্রস্তাবও দিয়েছেন। তিনি ফিরিয়েছেন। কিন্তু সৌম্যর সঙ্গে সম্পর্কে থাকার কারণ কী? সন্দীপ্তা বলেছেন, “সৌম্য ভীষণই ম্যাচিওর মানুষ। আমার সেটা ভাল লাগে। খুবই সৎ মানুষ আর সম্পর্কে সততা জরুরি। আমাদের দু’জনের চিন্তাভাবনা একই রকম। অনেকসময় এমনও হয় আমি যেটা ভাবছি সৌম্য সেটা বলে দিল, কিংবা সৌম্য কিছু ভাবছে আমি বলে দিলাম। আমাদের মানসিকতা একরকম। দু’জনের ভ্যালু সিস্টেম স্ট্রং।”

সন্দীপ্তাকে ভালবাসার কথা প্রথমে জাহির করেছিলেন সৌম্যই। প্রায় তিন মাস সময় নিয়ে ভাবনাচিন্তা করে প্রস্তাবে সাড়া দিয়েছিলেন সন্দীপ্তা। আসলে মানুষটাকে বুঝতে সময় নিয়েছিলেন। বুঝেছিলেন সৌম্য তাঁকে খুব ভাল রাখবেন, তাঁর যত্ন করবেন।

কবে বিয়ে করছেন সন্দীপ্তা?

প্রেমের পর্ব তো জানা গেল। বিয়েটা কবে করছেন সন্দীপ্তা? অভিনেত্রীর অকপট জবাব, “এই রে, বিয়ে করব। কিন্তু এই বছর বিয়েটা করছি না।”

বিয়ে নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছেন সন্দীপ্তাকে। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কবে বিয়ে করছেন… এই নিয়ে নানা প্রশ্নবাণ ছুটে এসেছে সন্দীপ্তার দিকেও। তিনি বলেছেন, “মজার ব্যাপার হচ্ছে, আমি যখন প্রেম করতাম না তখনও মানুষ জিজ্ঞেস করতেন কবে বিয়ে করছি। একটা বয়সে পৌঁছলেই চারপাশের মানুষ এই প্রশ্ন করতে থাকেন। কিন্তু জানেন, আমার দিদা আজ থেকে অতগুলো বছর আগে ৩৫ বছর বয়সে বিয়ে করেছিলেন। তাঁকেও এই প্রশ্ন করা হয়েছিল। ভাবুন, সেই আমলে তাঁকে কত কথা শুনতে হয়েছিল। ‘কবে বিয়ে করছি’, মানুষের এই প্রশ্নকে আমি কখনওই আমল দিই না। ভেবেছিলাম জীবনে কখনও বিয়েই করব না। কিন্তু সৌম্যর মতো একজনকে জীবনে পেলাম বলে প্রেম করছি। বিয়ে করারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটাই এখন বলতে পারি। প্রেমটা আগে করি, পরের পদক্ষেপ নিয়ে পরে ভাবনাচিন্তা করব।”