Shehnaaz Gill: পুরনো আমিটাকে খুঁজছেন শেহনাজ়; রোগা হয়ে খুশি নন অভিনেত্রী
Weight Loss: কিছু মানুষ আছেন, যাঁরা রোগা হলে বাকিরা তাঁদের কটাক্ষ করতে ছাড়েন না। শেহনাজ়ের বেলাতেও তেমনটাই ঘটল। রোগা হয়ে যাওয়ার পর অনুরাগীরা চটলেন। তাঁকে সরাসরি বললেনও, আগের ওভারওয়েট শেহনাজ়ই ভালো ছিলেন।
ওজন কমিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী শেহনাজ় গিল। তাঁকে নিত্যনতুন পোশাকে দেখা যায় প্রায়সই। মাঝে-মাঝে সেই পোশাক হয় সাহসীও। কিন্তু এই শেহনাজ় আর এই শেহনাজ় এক নন, যাঁকে ২০১৯ সালে দেখা গিয়েছিল ‘বিগ বস’-এর ঘরে। সে সময় আলুথালু সালোয়ার কামিজ় এবং দোপাট্টায় বিগ বসের বাড়িতে ঘুরে বেড়াতেন শেহনাজ়। মুখে তাঁর সর্বদা লেগে থাকত হাসি। শিশুসুলভ শেহনাজ়কে ভালোবাসা দিয়েছে গোটা দেশ। বিগবসে অংশগ্রহণ করার পর থেকে চড়চড় করে বাড়তে শুরু করেছিল তাঁর অনুরাগী সংখ্যাও। তারপর শো শেষ হল। তাতে অংশগ্রহণকারী বিজেতা অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কের কথাও প্রকাশ্যে এল। তারপর ২০২১ সালে পাল্টে গেল শেহনাজ়ের জীবন। হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই প্রয়াত হলেন সিদ্ধার্থ। গায়েব হল শেহনাজ়ের মুখের হাসিও। বিষয়টিতে ব্যাথিত হয়েছিলেন তাঁর অনুরাগীরাও। প্রচুর ওজন কমিয়ে ফেললেন শেহনাজ়। পঞ্জাবী এবং হিন্দি ছবিতে অভিনয় করলেন একইসঙ্গে। কিন্তু সেই শেহনাজ়কে আর ফিরে পাওয়া গেল না।
কিছু মানুষ আছেন, যাঁরা রোগা হলে বাকিরা তাঁদের কটাক্ষ করতে ছাড়েন না। শেহনাজ়ের বেলাতেও তেমনটাই ঘটল। রোগা হয়ে যাওয়ার পর অনুরাগীরা চটলেন। তাঁকে সরাসরি বললেনও, আগের ওভারওয়েট শেহনাজ়ই ভালো ছিলেন।
এ সব শুনে শাহনাজ় কি বলেছেন? তাঁরও একই মত অনুরাগীদের সঙ্গে। নিজের গোলগাল অবতারকেই মিস করতেন শেহনাজ়। শেহনাজ় বলেছেন, “আমি একটা বিষয় বুঝেছি। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে ওজন কমাতেই হবে। না হলে ডিজ়াইনার আউটফিটে নিজেকে ফিট করানো সম্ভব হবে না। আমি যদি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ হতাম। যদি সাধারণ একটা মেয়ে হতাম। তা হলে কখনওই ওজন কমাতাম না। আমারও তেমনই মেয়ে পছন্দ, যাঁর শরীরে মেদ রয়েছে। যে খেতে ভালোবাসেন। পান করতে ভালোবাসেন।