Sohag Jol Serial: কবে শেষ সম্প্রচার ‘সোহাগ জল’? ধারাবাহিক কি ছেড়ে দিলেন শ্বেতা…
Bengali Serial: খুব বেশি দিন দর্শক মনে জায়গা করে নিতে পারল না। তাই তড়িঘড়ি শেষ করা হচ্ছে এই ধারাবাহিক। শেষ সাপ্তাহিক শুটিং ইতি হয়ে গিয়েছে। চলতি সপ্তাহে ধারাবাহিকের শেষ সম্প্রচার।
‘সোহাগ জল’ ধারাবাহিক যে শেষ হচ্ছে, সে খবর মিলেছিল আগেই। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের এই ধারাবাহিক খুব বেশি দিন দর্শক মনে জায়গা করে নিতে পারল না। তাই তড়িঘড়ি শেষ করা হচ্ছে এই ধারাবাহিক। শেষ সাপ্তাহিক শুটিং ইতি হয়ে গিয়েছে। চলতি সপ্তাহে ধারাবাহিকের শেষ সম্প্রচার। কেন এই ধারাবাহিক দর্শক মনে জায়গা করতে পারল না, তা নিয়ে অভিনেত্রী শ্বেতা জানান, একাধিক কারণ থাকতে পারে। কারণ, হয়তো গল্প পছন্দ হয়নি, কারন হয়তো জুঁই চরিত্রটা পছন্দ হয়নি। তবে এই পছন্দ হওয়া বা না হওয়াটা দর্শকদের হাতে। শ্বেতার কথা, এক পেশে চরিত্রে যদি দর্শকরা তাঁকে চায়, তবে অভিনেত্রী হিসেবে তিনি কবে চ্যালেঞ্জ গ্রহণ করবেন? শ্বেতা আরও বলেন, নিজের আগের চরিত্রকে ভেঙে, নতুন করে দর্শকদের কাছে নিজেকে উপস্থাপন করাটাই হল এই পেশার চ্যালেঞ্জ।
চরিত্রের সেই বদলটাই যদি দর্শকরা গ্রহণ করতে না পারেন, সে ক্ষেত্রে অভিনেতাদের কোথাও গিয়ে বেশ সমস্যা তৈরি হয়। তাই কোনও কিছুকেই খারাপের তকমা দিতে রাজি নন তিনি। অতীতে যে কাজ হয়েছে, তা দর্শকদের পছন্দ হয়েছে। এবারে যে কাজ হয়েছে তাও দর্শকদের পছন্দ হয়েছে। তবে হয়তো কিছু খামটির দরুণ এ ধারাবাহিক বেশি দূর এগতে পারল না বলেই মনে করেন তিনি। তাঁর মানে এই নয় যে, শ্বেতা ধারাবাহিক থেকে সরে দাঁড়াবেন।
শ্বেতা নিজে একটা বিষয় স্পষ্ট, ওটিটি হোক, ছবি হোক কিংবা সিরিয়াল, ভাল কাজ, ভাল চরিত্র হাতে পেলেই তিনি তা নিয়ে আগ্রহ দেখাবেন। তবে দর্শক মনে এখন বিস্তর প্রশ্ন, আবার কবে পর্দায় ফিরবেন শ্বেতা। চলতি সপ্তাহের শনিবার অর্থাৎ ১ জুলাই শেষ হচ্ছে সোহাগ জল ধারাবাহিক। তারপর আবার কবে প্রিয় অভিনেত্রীকে পর্দায় দেখবেন, এ প্রশ্ন ইতিমধ্যে তুলেছেন নেটিজ়েনরা। যদিও এর উত্তর এখনই স্পষ্ট করে দিতে নারাজ অভিনেত্রী। বিভিন্ন কাজ নিয়ে কথা চলছে, ফাইনাল হলেই তিনি নিজেই জানাবেন বলে কথা দিলেন।