Amitabh Bachchan: ‘আইব্রো করলে লাগে না’, হঠাৎ এমন প্রশ্ন কেন করলেন অমিতাভ?

Amitabh Bachchan: তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে এখনও চর্চা হয়। ৮০ ঊর্ধ্ব বয়সেও রংবেরঙের পোশাকে আলোড়ন সৃষ্টি করেন অমিতাভ বচ্চন। সেই অমিতাভ বরাবরই মহিলাদের রূপটান নিয়ে আগ্রহী। মহিলারা কেন এত সাজেন, তা নিয়েও তাঁর কৌতূহল। এবার মহিলাদের আইব্রো করা নিয়েও করলেন প্রশ্ন।

Amitabh Bachchan: 'আইব্রো করলে লাগে না', হঠাৎ এমন প্রশ্ন কেন করলেন অমিতাভ?
অমিতাভ বচ্চন।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 1:41 PM

শুরু হয়েছে ‘কউন বানেগা ক্রোড়পতি’। ফের একবার হটসিটে অমিতাভ বচ্চন। সঙ্গে প্রতিযোগীরা। ‘কউন বানেগা ক্রোড়পতি’র প্রথম এপিসোডে প্রতিযোগীকে প্রশ্ন করা হয়েছিল, মহিলাদের শরীরের কোনও অংশ থ্রেডিং করা হয়। উত্তর ছিল আইব্রাউজ়। তখন এ বিষয়ে মন্তব্য করেন অমিতাভ। তিনি প্রশ্ন করেন সেই মহিলা প্রতিযোগীকে, “এই প্রক্রিয়ায় মহিলাদের যন্ত্রণা হয় না?” যদি হয়ে থাকে, তা হলে কেন এমনটা করেন তাঁরা? সেই প্রতিযোগী বলেছিলেন, আরও বেশি সুন্দর দেখানোর জন্যই আইব্রো করেন তাঁরা।

তারপর থ্রেডিংয়ের পদ্ধতিটি দর্শককে করে দেখান অমিতাভ এবং জিজ্ঞেস করেন, “এভাবেই আইবুড়ো করেন তো?” দর্শকাসনে বসে থাকা মহিলারা প্রত্যেকেই সম্মতি জানান। অমিতাভের এই মধুর ব্যবহার দর্শকের মন ছুঁয়ে গিয়েছে আবারও। ভিডিয়োও ভাইরাল হয়েছে নেট মহলে।

এদিকে বচ্চন পরিবারের পূত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তাঁর এবং পরিবারের সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে নাকি আর আগের মতো মধুর সম্পর্ক নেই তাঁর শ্বশুরবাড়ির। এ বছর ঐশ্বর্যর ৫০তম জন্মদিনেও তাঁকে পরিবারের তরফ থেকে কেউ শুভেচ্ছাবার্তা জানাননি। এমনকী, ‘টেকস্যাভি’ অমিতাভও পুত্রবধূকে আশীর্বাদ করেননি এইদিন। তাই নিয়ে ভীষণভাবে আলোচনা হচ্ছে নেটপাড়ায়। প্যারিস ফ্যাশন উইকে বচ্চন পরিবারের মহিলারা একসঙ্গে গিয়েছিলেন। সেখানে ঐশ্বর্যকে এড়িয়ে চলেছিলেন শাশুড়ি জয়া বচ্চন, ননদ শ্বেতা বচ্চন নন্দা এবং অমিতাভের মেয়ের ঘরের নাতনি নব্যা নাভেলি নন্দা। ঐশ্বর্যর জন্মদিন পালন করেছেন তাঁর মেয়ে আরাধ্যা এবং মা বৃন্দার সঙ্গে। সম্প্রতি মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতেও বচ্চন পরিবার হাজির ছিলেন না। কেবল একা গিয়েছিলেন ঐশ্বর্য।