শুরু হল ‘থ্যাঙ্ক গড’-এর শুটিং, টুইটারে ছবি পোস্ট করলেন অজয় দেবগণ

রাকুল প্রীত সিং কিন্তু সিদ্ধার্থ এবং অজয় দেবগণের সঙ্গে আগেও ছবিতে কাজ করেছেন

শুরু হল 'থ্যাঙ্ক গড'-এর শুটিং, টুইটারে ছবি পোস্ট করলেন অজয় দেবগণ
শুরু হল 'মহরৎ'।
Follow Us:
| Updated on: Jan 21, 2021 | 6:21 PM

বলিউড অভিনেতা অজয় দেবগণ, সিদ্ধার্থ মালহোত্রা এবং রাকুল প্রীত সিং একসঙ্গে কাজ করতে চলেছেন। ছবির নাম ‘থ্যাঙ্ক গড’। ছবির পরিচালক ইন্দ্র কুমার। প্রযোজক ভূষণ কুমার। আজ, ২১ জানুয়ারি শুরু হল ছবির শুটিং। অজয় দেবগণ নিজের টুইটার হ্যান্ডেলে ছবি পোস্ট করলেন। ক্যাপশানে লিখলেন ‘লাইটস, ক্যামেরা, অ্যাকশন। আজ মুম্বইতে ‘থ্যাঙ্ক গড’-এর’ শুটিং শুরু হল।

অজয়ের পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা. ছবি নির্মাতাদের সঙ্গে বেশ পোজ দিচ্ছেন। ছবির কাস্ট-ক্র্যুয়ের হাতে ক্ল্যাপবোর্ড মুখে চওড়া হাসি। সিদ্ধার্থকেও বেশ হ্যান্ডসাম লাগছে। পরনে সোয়েটশার্ট, কালো প্যান্ট। অজয় দেবগণের হাতেও রয়েছে ক্ল্যাপবোর্ড। লাল কালিতে বড় বড় করে লেখা ‘মহরৎ’। সঙ্গে লেখা ছবির নাম।

রাকুল প্রীত সিং কিন্তু সিদ্ধার্থ এবং অজয় দেবগণের সঙ্গে আগেও ছবিতে কাজ করেছেন। টি-সিরিজ এবং মারুতি ইন্টারন্যাশনাল প্রোডাকশন ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছে।

কিছুদিন আগে হায়দ্রাবাদে ‘মে ডে’-র ছবির শুটিং সবে মাত্র শুরু করেছিলেন রাকুল। ইনস্টা হ্যান্ডেলে রাকুল প্রীত সিং (Rakul Preet Singh) জানান, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন।

View this post on Instagram

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

রাকুল লেখেন, “আমি সবাইকে জানাতে চাই যে আমি কোভিড-পজিটিভ।

তিনি লেখেন, “আমি ঠিক আছি, এবং ভালভাবে বিশ্রাম নিচ্ছি যেন আমি আবার শুটিংয়ে ফিরতে পারি।” তিনি তাঁর সংস্পর্শে আসা মানুষদের উদ্দেশ্যে লেখেন, “যাঁরা আমার সঙ্গে দেখা করেছেন তাঁদের অনুরোধ করছি যেন নিজেদের কোভিড টেস্ট করিয়ে নেন। ধন্যবাদ, সাবধানে থাকবেন।”

প্রসঙ্গত, ‘মে ডে’ ছবিতে রাকুলের সঙ্গে অভিনয় করছেন অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, অঙ্গিরা ধর।