বিচ্ছেদ বিতর্ক তুঙ্গে! অভিষেকের জন্মদিনে শান্তি চাইছেন ঐশ্বর্যা
Aish-Abhi: দু'টি ছবি পোস্ট করেছেন ঐশ্বর্যা। একটি অভিষেকের ছোটবেলার ছবি ও অন্যটি তাঁর, আরাধ্যা ও অভিষেকের ছবি। শেয়ার করে ঐশ্বর্যা লেখেন...
কিছুই নাকি ভাল নেই আর তাঁদের মধ্যে। সম্পর্ক নাকি পৌঁছে গিয়েছে একেবারে তলানিতে। বলিপাড়ায় বিগত বেশ কিছু সময় ধরেই ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে নিয়ে শোনা যাচ্ছে এমনটাই। এরই মধ্যে আজ অর্থাৎ সোমবার অভিষেক বচ্চনের জন্মদিন। ৪৮ বছর পূর্ণ করলেন তিনি। অ্যাশ তাঁকে শুভেচ্ছা জানাবেন নাকি এড়িয়ে যাবেন, সকাল থেকে সকলের নজর ছিল সেদিকেই। অবশেষে এল সেই প্রতীক্ষিত পোস্ট। স্বামীর জন্মদিনে পোস্ট করলেন ঐশ্বর্যা। সঙ্গে লিখলেন কিছু কথা।
দু’টি ছবি পোস্ট করেছেন ঐশ্বর্যা। একটি অভিষেকের ছোটবেলার ছবি ও অন্যটি তাঁর, আরাধ্যা ও অভিষেকের ছবি। শেয়ার করে ঐশ্বর্যা লেখেন, “জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই তোমায়। সঙ্গে চেয়ে নিই সুখ, ভালবাসা, শান্তি আর সুস্বাস্থ্য। ঈশ্বর তোমাকে ভাল রাখুন। তুমি আরও অনেক উজ্জ্বল হও।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য স্ত্রীর এই শুভেচ্ছা বার্তার জবাব দেননি অভিষেক। হতে পারে তিনি পরিবারের সঙ্গে জন্মদিন পালনে ব্যস্ত রয়েছেন।
বিগত বেশ কিছু মাস ধরে বলিউডে গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে, কিছুই নাকি ঠিক নেই অভিষেক ও ঐশ্বর্যার মধ্যে। এও শোনা যাচ্ছে মেয়ে আরাধ্যাকে নিয়ে নাকি মায়ের কাছে থাকতে শুরু করেছেন অ্যাশ। যদিও এই পোস্টটি যে ওই সব গুঞ্জনের মুখে সপাটে চড়, তেমনটাই মনে করছেন অ্যাশ ও অভির ভক্তরা।
View this post on Instagram