RG KAR Case: ‘অভিনেতাদের নাটক দেখে লজ্জিত’, ন্যায় চেয়ে কেঁদে ভাসালেন শ্রীলেখা

Sreelekha: আরজি কর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে পথে নেমেছেন অনের অভিনেতা অভিনেত্রীরাই। প্রত্যেকে নিজেদের মতামত প্রকাশ করছেন। এরই মাঝে কারও মন্তব্য আবার সৃষ্টি করছে নতুন বিতর্কও। তেমনই অভিনেত্রী শ্রীলেখা মিত্রের মন্তব্যকে ঘিরে অনেকে অনেক ধরেন মতামত প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী। এবার শনিবার এই ঘটনার কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।

RG KAR Case: 'অভিনেতাদের নাটক দেখে লজ্জিত', ন্যায় চেয়ে কেঁদে ভাসালেন শ্রীলেখা
কান্নায় ভেঙে পড়লেন শ্রীলেখা।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2024 | 11:25 AM

আরজি কর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে পথে নেমেছেন অনের অভিনেতা অভিনেত্রীরাই। প্রত্যেকে নিজেদের মতামত প্রকাশ করছেন। এরই মাঝে কারও মন্তব্য আবার সৃষ্টি করছে নতুন বিতর্কও। তেমনই অভিনেত্রী শ্রীলেখা মিত্রের মন্তব্যকে ঘিরে অনেকে অনেক ধরেন মতামত প্রকাশ করেছেন। ৯ অগস্ট আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া কাণ্ডকে কেন্দ্র করে সারা শহর ফুঁসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীলেখা। সেই সঙ্গে বিরোধিতা করেছেন ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকেও। একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রীর দিকেও।

অভিনেত্রীর সেই ভিডিয়োও ঘুরছে সমাজমাধ্যমের পাতায় বিভিন্ন জায়গায়। কেউ কেউ আবার তাঁর এই সাহসিকতার জন্য বাহবাও জানিয়েছেন। শনিবার সকালে লাইভ ভিডিয়োয় সে কথা বলতে বলতেই কেঁদে ফেললেন তিনি। শ্রীলেখার দাবি, বাবার মৃত্যুর পর তাঁকে গাইড করার কেউ নেই। তিনি বাহবা পাওয়ার জন্য এমন কোনও বক্তব্য রাখেননি। শ্রীলেখা বলেন,”ইন্ডাস্ট্রির লোকজনের নাটকটা বন্ধ করা উচিত। যাঁরা শাঁখ বাজিয়ে কেঁদে ভিডিয়ো করছে সেটা অন্যায় করছে। এই ধরনের ব্যবহার মৃতা এবং তাঁর পরিবারের প্রতি অশ্রদ্ধার প্রতীক। হাসি ঠাট্টা বন্ধ করা দরকার। দোষীরা যাতে শাস্তি পায় সেটা ভাবা উচিত। আমার লিডার হওয়ার স্বপ্ন নেই।”

উল্লেখ্য, সৌরভের মন্তব্য শুনেও খানিকটা ক্ষুব্ধ হয়েছন নায়িকা। তিনি বলেন,”সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছ। এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় এসে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তাঁরা মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনো নীচে।” নায়িকার এই বক্তব্যকে আবার সমর্থনও করেছেন অনেকে। সৌরভকে অনেকেই ছিঃ ছিঃ করেছেন। কেউ লিখেছেন,”সৌরভের মতো স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক লোক আর দুটো হয় না।”