Tollywood News: দক্ষিণী ছবিতে বঙ্কিমের ‘আনন্দমঠ’, বহু বছর পর বাংলা ভাষাতেও হবে ডাবিং, রয়েছে ‘বাহুবলী’ যোগও

1770 Ek Sangram: বলিউড কাঁপানোর পর এবার কি তবে দক্ষিণী ছবির লক্ষ্য বিভিন্ন রাজ্য? নাকি বাংলা-বাঙালি যোগ রয়েছে বলেই বাংলা ভাষায় ডাবিংয়ের সিদ্ধান্ত?

Tollywood News: দক্ষিণী ছবিতে বঙ্কিমের 'আনন্দমঠ', বহু বছর পর বাংলা ভাষাতেও হবে ডাবিং, রয়েছে 'বাহুবলী' যোগও
বাঙালি যোগ রয়েছে বলেই বাংলা ভাষায় ডাবিংয়ের সিদ্ধান্ত?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2022 | 6:39 PM

হাতে রক্ত মাখা তলোয়ার। গৈরিক বসন পরে ধেয়ে যাচ্ছেন যুবক। অন্যদিকে সশস্ত্র ইংরেজ বাহিনী বন্দুক উঁচু করে রয়েছে। বঙ্কিমের ‘আনন্দমঠ’ আসছে ছবির আকারে। এ খবর পুরনো। টলিউডে নয়, হাই বাজেট এই ছবির দায়িত্ব কাঁধে নিয়েছে দক্ষিণ। তবে নতুন খবর, এই ছবির আগমনের সঙ্গেই বহু বছর পর ঘটে গিয়েছে এক চমকে দেওয়া ঘটনা। এক দীর্ঘ বিরতির পর বাংলা ভাষাতেও ডাবিং হতে চলেছে কোনও হাই বাজেট ছবির। আর সে উপেক্ষিত নয়। বাংলার বুকে দুই দশক আগে ঘটে যাওয়া ঘটনা বাঙালি নিজের ভাষাতেই শুনতে চলেছে আবারও। তবে একই সঙ্গে যে প্রশ্ন উঠে আসছে তা হল, বলিউডে কাঁপানোর পর এবার কি তবে দক্ষিণী ছবির লক্ষ্য রাজ্য? নাকি বাংলা-বাঙালি যোগ রয়েছে বলেই বাংলা ভাষায় ডাবিংয়ের সিদ্ধান্ত?

১৮৭২ সালে প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ পেয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘আনন্দমঠ’। উনবিংশ শতকের ইংরেজ অত্যাচার, তৎকালীন আর্থ সামাজিক পরিস্থিতি, দুর্ভিক্ষ, যন্ত্রণা উঠে এসেছিল বাংলা সাহিত্যের সেই অমূল্য সম্পদে। সেই ঘটনারাশিই ছবিতে তুলে ধরা কম ঝক্কির নয়। সে কারণেই কোমর বেঁধে তৈরি গোটা টিম। ‘বাহুবলী’, ‘আরআরআর’-এর পরিচালক রাজামৌলীর সহকারী অশ্বিন গঙ্গারাজু নিয়েছেন পরিচালনার দায়িত্ব। ছবির চিত্রনাট্য লিখছেন, কিংবদন্তী লেখক কে.ভি বিজয়েন্দ্র প্রসাদ। যিনি মগধীরা, আরআরআর সহ একগুচ্ছ ব্লকবাস্টার ছবির চিত্রনাট্য লিখেছেন। তাঁর আরও এক পরিচয় তিনি পরিচালক রাজামৌলির বাবা। প্রযোজনার দায়িত্বে রয়েছেন, সূরজ শর্মা ও সুজয় কুট্টি। ছবির নির্মাতা রামকমল মুখোপাধ্যায়। রামকমল নিজে বাঙালি। বাংলার গল্প, বাঙালির গল্প জানবে গোটা দেশ, এ যেন তাঁর পরম প্রাপ্তি।

অন্যদিকে পরিচালকের কথায়, “গোটা বিষয়টিই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। প্রথমদিকে ছবি নিয়ে দোটানায় থাকলেও এখন আমি বেশ আত্মবিশ্বাসী”। দক্ষিণ আনন্দমঠকে আনছে বড় পর্দায়, টলিউড কি চাইলেই পারত না? ছবির পোস্টার বের হওয়ার পর এই প্রশ্ন সমালোচকদের। পাল্টা যুক্তি, ‘ বাংলায় বাজেট কম’। বাংলা ছবির ঘুরে দাঁড়ানো নিয়ে যখন চারিদিকে এত কথা, এত আলোচনা তখন দক্ষিণে জোরকদমে চলছে প্রস্তুতি। সব ঠিক ঠাক থাকলে ২০২৪-এই মুক্তি পাবে এই ম্যাগনাম ওপাস।