Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annwesha Hazra: ক্লাস ফাইভে অঙ্কে ফেল, বাবা দেখে বললেন ‘কুলফি খাবি’?: স্মৃতিচারণ অন্বেষার

Tollywood: সারা দিন জুড়েই সোশ্যাল মিডিয়ায় চলেছেন শিক্ষক দিবস উদযাপন। প্রিয় শিক্ষককে স্মরণ করে নিয়েছেন প্রিয় ছাত্র-ছাত্রীরা। তবে অন্বেষার গল্পটা খানিক অন্যরকম। বাবাই তাঁর গুরুদেব।

Annwesha Hazra: ক্লাস ফাইভে অঙ্কে ফেল, বাবা দেখে বললেন 'কুলফি খাবি'?: স্মৃতিচারণ অন্বেষার
স্মৃতিচারণ অন্বেষার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2022 | 11:11 PM

সারা দিন জুড়েই সোশ্যাল মিডিয়ায় চলেছেন শিক্ষক দিবস উদযাপন। প্রিয় শিক্ষককে স্মরণ করে নিয়েছেন প্রিয় ছাত্র-ছাত্রীরা। তবে অন্বেষার গল্পটা খানিক অন্যরকম। বাবাই তাঁর গুরুদেব। যিনি সারাজীবন মাথায় ছাদ হয়ে থেকেছেন তাঁর। ক্লাস ফাইভে অঙ্কে অকৃতকার্য হন আজকের এই অভিনেত্রী। সেদিন বাবা তাঁকে বকেননি। বরং রেজাল্ট ডেকে বলেছিলেন একটাই কথা, ‘কুলফি খাবি’?

অন্বেষার কথায়, “আমি ক্লাস ফাইভএ অঙ্কতে ফেল করেছিলাম। “লাল কালি” মোটা মোটা করে, আর সব মিলিয়ে থার্ড ক্লাস রেজাল্ট। গুটি গুটি পায়ে বাবর হাতে রেজাল্ট দিলাম, বাবা দেখলেন, দেখে বললেন..“ কুলফি খাবি?” আমি তো পুরো “গাছে কাক, আমি অবাক” অবস্থায় এ্যাকি!!!! আমায়ে বকছে না কেনো? যেখানে আমারই এক বান্ধবী দুটো সাবজেক্টএ “৯” এর ঘরে আর বাকি গুলো তে ৮০ এর অকেন ওপরে নাম্বার পেয়েও তার বাবার কাছে ভয়ানক বকুনি খাচ্ছিলো।”

যখন সবাই অন্বেষার নম্বর জিজ্ঞাসা করছিলেন তখনও মিথ্যে বলেননি তাঁর বাবা। আরও অবাক হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। বাবা কেন তাঁকে বকছেন না– এ হিসেব যেন কিছুতেই মিলছিল না তাঁর। বলেই ফেলেন, “তুমি অমায়ে বকবে না? আমি তো ফেল করেছি।” তুমি রেগে নেই?” বাবা উত্তর দিয়েছিলেন, “না”। মেয়েকে বলেছিলেন, “তোমার যদি মনে হয় তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তা হলে খারাপ হয়েছে। আর তোমার যদি মনে হয় না, এই লালকালি আর কোনো মতে পাশ করে তুমি বেশ করেছো তো তুমি বেশ করেছো।” আমি তো সব্বাই কে সত্যি টাই বলবো, আমার তো খারাপ লাগছে না, কারণ রেজাল্ট তোমার।”

বাবার সেই বলা কথা মনে রেখেছিলেন আজীবন। গায়ে হাত না তুলে, চিৎকার না করে জীবনবোধের যে শিক্ষা তিনি পেয়েছিলেন চলার পথে আজও তা তাঁর সঙ্গী। বাবার সেই বিখ্যাত ফিল্মি ডায়লগ তাই বিশেষ দিনে তাঁর মুখে, “খুঁজলে আমার থেকে ভালো পাবে, আমার থেকে মন্দ পাবে কিন্তু আমার মতন কাউকে পাবে না”।