Aindrila Sharma: জ্ঞান ফেরেনি, সংক্রমণ বেড়েছে, ঐন্দ্রিলা কেমন আছেন এখন?

Aindrila Sharma: গত ১ নভেম্বর সন্ধ্যায় হঠাৎই স্ট্রোকে আক্রান্ত হন দু’বার ক্যান্সারজয়ী ঐন্দ্রিলা। সেদিন তাঁর অন্য কোনও শারীরিক অসুস্থতা ছিল না বলেই জানা গিয়েছে।

Aindrila Sharma: জ্ঞান ফেরেনি, সংক্রমণ বেড়েছে, ঐন্দ্রিলা কেমন আছেন এখন?
ঐন্দ্রিলা কেমন আছেন এখন?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 9:59 PM

হাসপাতালে প্রায় দেড় সপ্তাহের মতো কাটিয়ে ফেলেছেন ঐন্দ্রিলা শর্মা। কেমন আছেন তিনি? এ প্রশ্ন সকলের। জানা যাচ্ছে, এখনও সি-প্যাপ সাপোর্টেই রয়েছেন ঐন্দ্রিলা। ফেরেনি জ্ঞানও। এরই মধ্যে নতুন করে সংক্রমণ দুশ্চিন্তা বাড়িয়েছেন চিকিৎসকদের। গায়ের তাপমাত্রাও স্বাভাবিক নয়, তবে চেষ্টা রয়েছে জারি।

গত ১ নভেম্বর সন্ধ্যায় হঠাৎই স্ট্রোকে আক্রান্ত হন দু’বার ক্যান্সারজয়ী ঐন্দ্রিলা। সেদিন তাঁর অন্য কোনও শারীরিক অসুস্থতা ছিল না বলেই জানা গিয়েছে। রান্না ঘরে গল্প-গল্প করতে-করতে অচৈতন্য হয়ে পড়েন। একটুও সময় নষ্ট না করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পৌঁছেও ঘনঘন বমি করছিলেন ঐন্দ্রিলা।

ঐন্দ্রিলার শারীরিক অবস্থা ঠিক কেমন তা নিয়ে প্রথম আড়াই দিন নীরব থাকলেও গতকাল অর্থাৎ শুক্রবার মুখ খুলেছিলেন সব্যসাচী। তিনি বলেন, “ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না”। এই কঠিন সময়ে ঐন্দ্রিলার বাড়ির লোক, পরিবার পরিজনকেও যাতে বিরক্ত না করা হয় সে বিষয়ে আর্জি জানান তিনি। জানান, ঐন্দ্রিলার এই অসুস্থতা নিয়ে এখনও পর্যন্ত তিনি কোথাও কিছু বলেননি। এমনকি ভবিষ্যতেও বলবেন না। সব্যসাচীর কথায়, “মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। ” ঐন্দ্রিলা সুস্থ হবেনই। সুস্থ না হওয়া পর্যন্ত সব বাজি রাখতে রাজি সব্যসাচী তাই তো তিনি আশাবাদী, বা বলা ভাল আত্মবিশ্বাসী। তাঁর অঙ্গীকার, “নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না”।