Tollywood: বোধনের আগেই বিসর্জনের বাদ্যি! বনি-কৌশানি জানাচ্ছেন ‘শুভ বিজয়া’
Tollywood Film: ফার্স্ট লুকে একেবারে সাবেকি সাজে বনি-কৌশানি। অন্যদিকে আটপৌরে সাজে দেখা গিয়েছে চূর্ণীকেও।
পুজো আসতে এখনও ঢের দেরি। তবে এ যেন পুজোর আগেই বিজয়ার আগমন। পরিচালক রোহন সেনের আগামী ছবি ‘শুভ বিজয়া’ শুটিং শুরু হল। আর একই সঙ্গে প্রকাশ্যে এল ওই ছবির প্রথম লুকও। ছবির নায়ক-নায়িকা বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। এ ছাড়াও রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাও।
ফার্স্ট লুকে একেবারে সাবেকি সাজে বনি-কৌশানি। অন্যদিকে আটপৌরে সাজে দেখা গিয়েছে চূর্ণীকেও। ধুতি-পাঞ্জাবিতে দেখা গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়কেও। উত্তর কলকাতার এক পরিবারর গল্পই বলবে এই ছবিটি। এক যৌথ পরিবারের নানা ওঠা-নামার গল্পই বলবে রোহনের ছবিটি। এই ছবির মধ্যে দিয়েই প্রথম বার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে কৌশিক ও চূর্ণীকে। বনি-কৌশানি তাঁদের ছেলে ও বৌমার ভূমিকায়। অন্যদিকে খরাজ মুখোপাধ্যায় রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ভাইয়ের ভূমিকায়।
ছবির সঙ্গীত পরিচালনায় দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, স্যাভি ও রণজয়। শোনা যাচ্ছে পুজোর পরেই মুক্তি পাবে এই ছবি। এর আগে রোহনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অপরাজিতা’ বক্স অফিসে সে ভাবে সাফল্য লাভ করেনি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তুহিনা দাস ও শান্তিলাল মুখোপাধ্যায়কে। বাবা ও মেয়ের সম্পর্কের টানাপড়েনে গল্প বলেছিল ছবিটি। যদিও ছবি মুক্তি পাওয়ার পর রোহন অভিযোগ জানিয়েছিলেন মনোমত প্রেক্ষাগৃহই মেলেনি তাঁদের। ছবিটিও মুক্তি পেয়েছিল কম সংখ্যক হলে। এবারেও যাতে এমন কিছু না হয় তা নিশ্চিত করতেই আগে থেকে ময়দানে নেমে পড়েছে গোটা টিম।