Anik Dutta Hospitalized: সিওপিডির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি, এখন কেমন আছেন অনীক দত্ত?
Anik Dutta: দীর্ঘদিন ধরেই সিওপিডিতে আক্রান্ত অনীক দত্ত। রয়েছে ফুসফুসের অন্যান্য সমস্যাও। হঠাৎই সোমবার অবস্থার অবনতি ঘটায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।
শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি পরিচালক অনীক দত্ত। মঙ্গলবার সকাল ৯টা ৪৫ নাগাদ ভর্তি করা হয় তাঁকে। শ্বাসকষ্টের সমস্যা দেখে গিয়েছিল তাঁর। এ দিন রাতে হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানান হয়, আগের থেকে অবস্থার উন্নতি ঘটেছে তাঁর। কৃত্তিম উপায়ে অক্সিজেন দেওয়া হলেও খুব সামান্য পরিমাণেই অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে। আপাতত আইটিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে অনীককে। তাঁর অবস্থা স্থিতিশীল। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এ দিন রাতেই অক্সিজেন ছাড়া স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারেন কিনা পরিচালক তাও নিরীক্ষা করে দেখবেন চিকিৎসকেরা। চলছে প্রয়োজনীয় চিকিৎসাও। টিভিনাইন বাংলাকে পরিচালকের পরিবারের তরফেও জানান হয়েছে, পরিচালকের শারীরিক অবস্থার উন্নতির কথা।
দীর্ঘদিন ধরেই সিওপিডিতে আক্রান্ত অনীক দত্ত। রয়েছে ফুসফুসের অন্যান্য সমস্যাও। হঠাৎই সোমবার অবস্থার অবনতি ঘটায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তবে তাঁর ভাল থাকার খবরে কিছুটা হলেও স্বস্তিতে প্রিয়জনেরা।
টলিউডে পরিচিত নাম অনীক দত্ত। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয় তাঁর। ওই ‘পলিটিকাল স্যাটায়ার’ নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা। এমনকি অনীকের ছবি প্রদর্শনেও এসেছিল নানা বাধা। কিন্তু ছবিটি সুপারহিট হয়েছিল। তাঁর সাম্প্রতিক পরিচালনা ‘অপরাজিত’। সত্যজিৎ রায়ের জীবনকাহিনী নিয়েই এই সিনেমা তৈরি হয়েছিল। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল জিতু কামালকে। বড় পর্দায় সেই অর্থে আনকোরা জিতুকে নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছিলেন পরিচালক। জিতুর অভিনয় ও অনীকের পরিচালনা বেশ মনোগ্রাহী লেগেছিল দর্শকের। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ওই ছবি বেশ কিছু পুরস্কার জিতে নিয়েছিল ছবিটি। তা নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন পরিচালক। অনুষ্ঠানে হাজিরও ছিলেন অনীক। এর পরেই সোমবার হঠাৎই অসুস্থ ও মঙ্গলবার হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।আপাতত তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন– চান সকলেই।