নতুন বছরে ‘বাজিমাত’ করতে আসছে সোহম চক্রবর্তীর নতুন প্রোডাকশন হাউস

‘কলকাতার হ্যারি’। ছবিতে মুখ্য চরিত্রে প্রযোজক নিজে এবং প্রিয়াঙ্কা সরকার।

নতুন বছরে ‘বাজিমাত’ করতে আসছে সোহম চক্রবর্তীর নতুন প্রোডাকশন হাউস
পরিচালকের সঙ্গে প্রযোজক-অভিনেতা এবম অভিনেত্রীরা
Follow Us:
| Updated on: Dec 31, 2020 | 2:34 PM

২০২০-র এ বছর কোভিড কারণে একের পর এক খারাপ খবরে মন বিষিয়ে গিয়েছে। কিন্তু এসবেরর মধ্যে ভাল খবরও রয়েছে। তাই বছরের শেষ দিনে এক নতুন ভাল খবর দিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। ফিল্মের মাঠে নামছে সোহমের নতুন প্রোডাকশন হাউস। নাম ‘সোহম’স এন্টারটেনমেন্ট’। ঠিকও হয়ে গিয়েছে নতুন প্রোডাকশনের প্রযোজিত নতুন ছবি।

‘কলকাতার হ্যারি’। ছবিতে মুখ্য চরিত্রে  অভিনয় করছেন  প্রযোজক নিজে এবং প্রিয়াঙ্কা সরকার।

সোহম, ঐশিকা এবম প্রিয়াঙ্কা।

সে ছবিতে রয়েছে এক শিশুশিল্পীও, নাম ঐশিকা গুহঠাকুর। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবনী সরকার। শোনা যাচ্ছে ছবির শুটিং শুরু হবে নতুন বছরের প্রথম মাসেই। একেবারে ছোটদের জন্য ছবি তৈরি করতে চলেছেন সোহম। পরিচালক রাজদীপ ঘোষ। সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এবং চিত্রগ্রাহক গোপী ভগৎ। যিনি এর আগে ‘বেলাশেষে’, ‘দৃষ্টিকোণ’ ছবিতে কাজ করেছেন।