Tollywood Gossip: জল্পনাই তবে সত্যি! এই নায়িকাতেই মন মজেছে নুসরতের প্রাক্তনের?

Tollywood Gossip: নুসরত জাহানের সঙ্গে সম্পর্ক ইতি ঘটেছে প্রায় বছর তিনেক আগে। নিখিল জৈন এখন পুরোদস্তুর 'বিজনেসম্যান'। তবে এরই মধ্যে টলিউড নায়িকাদের জড়িয়ে তাঁকে নিয়ে গুঞ্জন চলছেই...

Tollywood Gossip: জল্পনাই তবে সত্যি! এই নায়িকাতেই মন মজেছে নুসরতের প্রাক্তনের?
মন মজেছে নুসরতের প্রাক্তনের?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 1:47 PM

নুসরত জাহানের সঙ্গে সম্পর্ক ইতি ঘটেছে প্রায় বছর তিনেক আগে। নিখিল জৈন এখন পুরোদস্তুর ‘বিজনেসম্যান’। তবে এরই মধ্যে টলিউড নায়িকাদের জড়িয়ে তাঁকে নিয়ে গুঞ্জন চলছেই… কখনও ঊষসী রায় আবার কখনও বা সৌরসেনী মৈত্র– নিখিলকে নিয়েও আলোচনা কম নয়। বিগত কিছু মাস ধরেই রটেছে সৌরসেনীর সঙ্গেই নাকি ইদানিং বেশ সখ্য গড়ে উঠেছে তাঁর। সৌরসেনী অতীতে এই সখ্যকে বিশেষ সম্পর্কের তকমা দিতে অরাজি হলেও নতুন পোস্টে উস্কে উঠল জল্পনা। আজ অর্থাৎ ১৩ এপ্রিল সৌরসেনী মৈত্রের জন্মদিন। জন্মদিনের সকালেই ভেসে এল এক পোস্ট। হাসিমুখে সৌরসেনী ও নিখিল শেয়ার করছেন একই ফ্রেম। সৌরসেনীর উদ্দেশে তিনি লেখেন, “শুভ জন্মদিন সৌরসেনী। যেরকম হাসতে থাক, তেমনটাই হেসে যাও। যদিও অন্ধকার থেকে দূরে থেকো, সাবধানে থেকো।” এরপরেই নেটিজেনদের একটা বড় অংশ খুঁজে পেয়েছে গসিপের গন্ধ। নতুন সম্পর্ক? জল্পনা যেন থামার নয়।

সৌরসেনী সঙ্গে নিখিলের আলাপ কোথায়? নিখিলের বস্ত্র বিপণনী ব্র্যান্ড রয়েছে। ওই ব্র্যান্ডেরই মুখ সৌরসেনী। সম্প্রতি শুটিং করতে বেনারসে গিয়েছিলেন তাঁরা। গুঞ্জন বলে সেখান থেকেই নাকি গভীর হয় প্রেম। যদিও নিখিল চিপ আর সৌরসেনী এই গুঞ্জন মানেননি। কিন্তু গুঞ্জন কি আর থামে? ২০১৯ সালে তুরস্কে বিয়ে করেছিলেন নুসরত ও নিখিল। সেই বিয়ের সুন্দর নামকরণ করা হয়েছিল – ‘দ্য এন জে অ্যাফেয়ার’। যদিও বিয়ের গত ২০২০তে নুসরত দাবি করেন, আইনতভাবে নিখিলের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হননি তিনি। নিখিল তাঁর ‘লিভ-ইন পার্টনার’ ছিলেন। সে নিয়ে বিস্তর জলঘোলা হয়।

যশের সঙ্গে নুসরত তাঁর প্রথম সন্তান জন্ম দেওয়ার পর টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন নিখিল। নিখিল বলেছিলেন, “নতুন জীবনে প্রবেশ করল ও। মা হল নুসরত। সদ্যোজাতকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করছি ওকে। খুব ভাল থাকুক।” দেখতে যাবেন মা ও তাঁর সন্তানকে? পাশাপাশি যদিও জানিয়েছিলেন সদ্যোজাত ও তাঁর মা’কে তিনি দেখতে যাবেন না। বলেছিলেন, “সত্যি কথা বলতে বাচ্চাটিকেও দেখতে চাই না। তার কারণ একটাই, বিগত কিছু মাস ধরে আমার আর নুসরতের মধ্যে দূরত্ব বাচ্চাটির মধ্যে কোনও প্রভাব ফেলুক তা আমি চাই না। তবে আমি যা চাই তা হল বাচ্চাটি খুব ভাল থাকুক। সবচেয়ে সুখী ব্যক্তি হয়ে উঠুক। আপনাদের মাধ্যমেই ওদেরকে শুভেচ্ছা। ভগবান আমার শুভকামনা বাচ্চাটিকে পৌঁছে দেবে ঠিক।” সে সব ঘটনা অতীত। আপাতত নতুন জীবন নিয়ে খুশি দু’জনেই।