Friendship: নুসরতের বন্ধুত্বের সমীকরণ, সমুদ্র সৈকতে পানীয় হাতে রোম্যান্টিং ডেটিং-এ সঙ্গে কে…

Tollywood Jodi: অতীতের নানা জল্পনার অবসান ঘটিয়ে এক সঙ্গে কাজ করছেন এখন চুটিয়ে। সোশ্যাল মিডিয়ায় জুটির একাধিক ভ্যাকেশনের ছবি থেকে ভিডিয়ো এখন নিত্য চোখে পড়ে।

Friendship: নুসরতের বন্ধুত্বের সমীকরণ, সমুদ্র সৈকতে পানীয় হাতে রোম্যান্টিং ডেটিং-এ সঙ্গে কে...
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2022 | 12:51 PM

নুসরত জাহান, এক কথায় টলিউডের বর্তমান হটকেক। ঝড়ের গতিতে ভাইরাল যেমন তাঁর ব্যক্তিগত জীবনের নানা কাহিনি, তেমনই আবার প্রতিটা মুহূর্তে নুসরতের হটলুক থেকে শুরু করে বোল্ড ফ্যাশন সকলের নজর কাড়ে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। জীবনের নানা বিশেষ মুহূর্ত তিনি শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে। রিল লাইফ হোক বা রিয়েল লাইফ, প্রতিটা ক্ষেত্রেই তাঁর জীবনে জড়িয়ে থাকা নানা ওঠাপড়ার কাহিনি ঘিরে বারে বারে খবরের শিরোনামে আসা সেলেব কি এবার সামনে আনলেন নতুন কোনও বন্ধুর খোঁজ!

রবিবার বন্ধুত্ব দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা বয়ে যায়। সেই তালিকা থেকে বাদ পড়লেন না নুসরত জাহান। শেয়ার করলেন একটি রোম্যান্টিক ডেটিং-এর ছবি। তবে সঙ্গে থাকা কাছের মানুষটি কারুর অচেনা নন। তিনি নুসরত জাহানের মনের মানুষ যশ। যশের সঙ্গে সমুদ্র সৈকতে পানীয় হাতে এক রোম্যান্টিক ডেটিং-এ মজে সেলেব। সেই ফ্রেম এই বিশেষ দিনে শেয়ার করে নিয়েছেন নুসরত জাহান। যশের সঙ্গে থ্রোব্যাক এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, বন্ধুত্ব হল জীবনের ওয়াইন। মুহূর্তে লাইকের বন্যা বয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

বর্তমানে কাজের পাশাপাশি এক প্রকার চুটিয়ে সংসার করছেন নুসরত। একরত্তিকে নিয়ে যশের সঙ্গে তাঁর ঘর এখন সাজানো। অতীতের নানা জল্পনার অবসান ঘটিয়ে এক সঙ্গে কাজ করছেন এখন চুটিয়ে। সোশ্যাল মিডিয়ায় জুটির একাধিক ভ্যাকেশনের ছবি থেকে ভিডিয়ো এখন নিত্য চোখে পড়ে। সদ্য তাঁরা একটি ট্রিপও সেরে এসেছেন। সেখান থেকেও বেশ কিছু মুহূর্তে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। রিল লাইফে এই জুটির পরবর্তী ছবি মাস্টারমশাই আপনি কিছু দেখেননি এখনও মুক্তির অপেক্ষায়।