Exclusive Prosenjit Chatterjee: প্রেমিক হিসেবে নিজেকে কত নম্বর দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

Prosenjit Chatterjee: ইন্ডাস্ট্রির 'বুম্বাদা'কে প্রশ্ন করা হয়, প্রেমিক হিসেবে নিজেকে কত নম্বর দেবেন তিনি? এক মুহূর্ত না ভেবেই তাঁর উত্তর...

Exclusive Prosenjit Chatterjee: প্রেমিক হিসেবে নিজেকে কত নম্বর দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
নিজেকে কত নম্বর দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2022 | 2:22 PM

টিভিনাইন বাংলায় আনকাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টাউনহলে এসে একের পর এক উত্তর দিলেন চাঁচাছোলা সব প্রশ্নের। একদিকে যেমন মুখ খুললেন ব্ল্যাকে টিকিট কাটার অভিজ্ঞতা নিয়ে ঠিক তেমনই ফাঁস করলেন প্রিয় নৃত্যশিল্পীর নামও। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘বদভ্যাস’ নিয়েও গোপন তথ্য জানালেন আমাদের। এখানেই শেষ নয়, প্রেমিক হিসেবে তিনি কেমন, রাখঢাক না করেই উত্তর দিলেন সে প্রশ্নেরও।

ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’কে প্রশ্ন করা হয়, প্রেমিক হিসেবে নিজেকে কত নম্বর দেবেন তিনি? এক মুহূর্ত না ভেবেই তাঁর উত্তর, “একশোতে একশো”। তাঁকে আবার প্রশ্ন করা হয়, “কোনও খামতি নেই”? মাথা নেড়ে তৎক্ষণাৎ তাঁর উত্তর, “না নেই”। এ তো গেল প্রেম আখ্যান। মজার কথাও শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন ছোটবেলায় নাকি চুরিও করেছেন তিনি। সিনেমাতে তাঁর সংলাপ ‘মা, আমি চুরি করিনি কাল্ট হলেও’ বাস্তব জীবনে কিন্তু চিত্রটা খানিক আলাদা। প্রশ্ন জাগতেই পারে, কী চুরি করেছেন তিনি? উত্তর, “মায়ের ব্যাগ থেকে পয়সা”। বুম্বাদা জানিয়েছেন, ছোটবেলায় নাকি তাঁর বোন পল্লবী চট্টোপাধ্যায় দই চুরি করে খেত। আর মায়ের কাছে ধরা পড়ার ভয়ে দাদার ঠোঁটেই নাকি মাখিয়ে রাখতেন দই। অগত্যা, ‘যত দোষ নন্দ ঘোষ’ থুড়ি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

ইদানিং স্লোগান উঠেছে ‘বাংলা সিনেমার পাশে থাকুন’। বেশিরভাগ ছবির ক্ষেত্রেই হল যাচ্ছে ফাঁকা। শুধু বাংলাই বা কেন? হিন্দি ছবির ক্ষেত্রেও চিত্রটা অনেকটাই এক। দক্ষিণী ছবির তোড়ে মুখ থুবড়ে পড়েছে বেশিরভাগ হিন্দি ছবি। কিন্তু একটা সময় ছিল যখন হিন্দি ছবির জন্য লাইন পড়ত আগের রাত থেকে। তখন চালু হয়নি টিকিটের প্রি-বুকিং ব্যবস্থা। টিকিট বিক্রি হতো ব্ল্যাকেও। এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও বহু ছবি বিক্রি হয়েছে ব্ল্যাকে। তিনি নিজে কি কোনওদিন ব্ল্যাকে টিকিট কেটে সিনেমা দেখেছেন? ঘাড় নেড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উত্তর, “হ্যাঁ। অনেক। গুরুর ছবি… মানে অমিতাভ বচ্চনের ছবি। চেতনা, মৃণালিনীতে ফার্স্ট ডে ফার্স্ট শোতে দেখেছি। কিন্তু মাকু (পল্লবী চট্টোপাধ্যায়)কে ছাড়া মা আমায় ছাড়ত না। মারও খেয়েছি।” মঞ্চে আবারও ফিরতে চান তিনি। চান সিনেমা পরিচালনা করতেও। শেয়ার করলেন মনের সব গোপন কথা যা আগে হয়তো কোনওদিনও কেউ শোনেননি। প্রথম সাক্ষী টিভিনাইন বাংলা।

 

 

দেখুন ‘আনকাট বুম্বাদা’