Relationship Gossip: নেটপাড়ায় ভাইরাল পরিচালক রাজ চক্রবর্তীর ভাগ্নির প্রেমকাহিনি, পাত্র কে?

Relation: সৃষ্টি পোষ্যপ্রেমী। অর্ণবও তাই। দুজনের সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়।

Relationship Gossip: নেটপাড়ায় ভাইরাল পরিচালক রাজ চক্রবর্তীর ভাগ্নির প্রেমকাহিনি, পাত্র কে?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 1:33 PM

স্টার পরিবারের সদস্য বলে কথা। ফলে লাইম লাইট যে থাকবে না, তা কি হয়! যার ফলে এবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিল রাজ চক্রবর্তীর ভাগ্নি সৃষ্টি পাণ্ডে। তবে মামার হাত ধরে তিনি এখনও বড়পর্দায় পা রাখেননি। ছোটপর্দার ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তাঁর চরিত্রের নাম ডোনা। সেই ডোনাই এবার চুটিয়ে প্রেম করছেন। সোশ্যাল মিডিয়ায় বরাবরই তিনি সক্রিয়। প্রেমও রাখেননি লুকিয়ে। তাঁর প্রেমিকের সঙ্গে করা একাধিক পোস্ট এবার সকলের নজরের কেন্দ্রে। কাকে মন দিলেন সৃষ্টি?

পাত্রের নাম, অর্ণব বিশ্বাস। তাঁর সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সৃষ্টি। একাধিক ছবিতে তাঁদের রোম্যান্টিক পোজ়ে দেখা যায়। কখনও শহরের বুকে, কখনও আবার হলিডেট্রিপে। অর্ণবের হাতে হাত রেখে তাঁর একাধিক পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কী করেন পাত্র? বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে তিনি হলেন চেনা মুখ। ‘ফেলনা’ এবং ‘বৌমা একঘর’ ধারাবাহিকের সকলের নজর কেড়েছিলেন অর্ণব।

রাজ শুভশ্রীর আদরের এই সৃষ্টির প্রেম যদিও এখনও অফিসিয়াল নয়। তাঁরা একে অন্যের বিষয় রাখ ঢাক করে পোস্ট না করলেও, সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলতে দেখা যায়নি তাঁদের। রাজ-শুভর সঙ্গে তাঁর বন্ডিং-ও বেশ মজবুত। মাঝে মধ্যেই মামা-মামির প্রশ্মা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন সৃষ্টি। শুভশ্রী তাঁর ভিষণ প্রিয়। তাঁর প্রতিটা আবদারের মানুষ, ভালবাসার পোস্টে নজর রাখলেই তা এক পলকে স্পষ্ট হয়ে যায়।

মামা-মামির বিবাহবার্ষিকীতে একটি পোস্ট করেছিলেন, যেখানে দুই সেলেবকেই সৃষ্টিকে আগলে পোজ় দিতে দেখা যায়। সৃষ্টি পোষ্যপ্রেমী। অর্ণবও তাই। দুজনের সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়। এই যোগসূত্রেই কি বাঁধা পড়ল মন? এ উত্তর গোপনেই রইল।