Ankush Marriage: বিয়ের জন্য বাকি আর কিছুই রইল না, আক্ষেপ অঙ্কুশের

Viral Post: সম্পর্কে প্রায় এক যুগ পার করে ফেলেছেন ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা। এই দীর্ঘ সম্পর্কে এসেছে নানা চড়াই উতরাই। প্রেম জীবনের সবটাই যে খুব মধুর ছিল এমনটা কিন্তু নয়।

Ankush Marriage: বিয়ের জন্য বাকি আর কিছুই রইল না, আক্ষেপ অঙ্কুশের
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 6:31 PM

বর্তমানে ‘লাভ ম্যারেজ’ নিয়ে ব্যস্ত অভিনেতা অঙ্কুশ হাজরা। দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক তাঁর ঐন্দ্রিলা সেনের সঙ্গে। তবে এখনও তাঁরা বসেননি বিয়ের পিঁড়িতে। তবে করবেন এই জুটি বিয়ে? ইচ্ছে চলতি বছরের শেষেই সাত পাকে বাঁধা পড়ার। তবে এ কী, এক বছর আগে থেকেই এত কিছু? নিজেরাই যেন অবাক হয়ে যাচ্ছেন জুটি। সম্প্রতি তাঁরা আগামী ছবি লাভ ম্যারেজের প্রচারে ব্যস্ত। আর ত কেন্দ্র করেই ভাইরাল হচ্ছে অভিনেতার একের পর এক পোস্ট। কয়েক মাস ধরেই চর্চায় বারে-বারে উঠে এসেছে টলিপাড়ের দুই সেলেবের নাম, অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। মাঝেমধ্যেই নানা মজার পোস্ট করে সকলের দৃষ্টি আকর্ষণ করে থাকেন তিনি। এবারেও তাঁর ব্যতিক্রম হল না।

ছবির প্রচারে সবটাই করছেন তাঁরা। প্রসঙ্গ যখন বিয়ে, তখন তালিকা থেকে কিছু বাদ থাকে কেন? আইবুড়ো ভাত থেকে শুরু করে ভাতকাপড়, বড়ের গাড়ি সাজানো সবটাই হচ্ছে। বিয়ে নিয়ে ঠিক যা যা স্বপ্ন থাকে জুটির মনে, সবটাই তো পূরণ হয়ে গেল ছবির প্রচারে। আসল বিয়ের জন্য তবে বাদ থাকল কী? নিজেই এবার আক্ষেপ প্রকাশ করলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়া পোস্ট পলকে সকলের নজর কাড়ে।

View this post on Instagram

A post shared by Dipu (@ankush.official)

সম্পর্কে প্রায় এক যুগ পার করে ফেলেছেন ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা। এই দীর্ঘ সম্পর্কে এসেছে নানা চড়াই উতরাই। প্রেম জীবনের সবটাই যে খুব মধুর ছিল এমনটা কিন্তু নয়। অঙ্কুশ মজার মানুষ হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত হলেও তাঁর আরও এক পরিচিতি রয়েছে। তিনি নাকি বড় প্রেমিক। ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে থাকাকালীনও নাকি জড়িয়ে পড়েছিলেন অন্য সম্পর্কে। এ কথা সম্প্রতি নিজেই জানিয়েছেন অঙ্কুশ। ঐন্দ্রিলার সঙ্গে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই ঐন্দ্রিলাকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, “যাই করি জীবনে তুমি ছিলে আছে থাকবে, মাঝেমধ্যে পা হড়কে যায়। সরল তো আমি, তাই আমি এসে ঠিক ক্ষমা চেয়ে নেব। তুমি ক্ষমা করে দিও। দু-একবার ধরা পড়েছি।” কীভাবে ধরা পড়েন অঙ্কুশ?তাঁর পুরনো ফোন চেক করতে গিয়েই সব সত্যি সামনে চলে আসে।

View this post on Instagram

A post shared by Dipu (@ankush.official)

এপ্রিল মাসেই মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের ছবি ‘লাভ ম্যারেজ’। ছবিতে অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও রয়েছেন রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্য। এই মুহূর্তে ওই ছবির প্রচারে ব্যস্ত দুই তারকাই। ওদিকে আবার এই বছরই বিয়ে করবেন তাঁরা। কিছুদিন আগেই এ কথা জানিয়েছেন খোদ অঙ্কুশ। চলতি বছরেই আইনি বিয়ে সেরে নেওয়ার ইচ্ছে দুজনেরই। যদিও সামাজিক বিয়ে হতে হতে সেই আগামী বছর।