Nusrat Jahan: ‘… ওর সঙ্গেই সব সিক্রেট শেয়ার করি’, যশ নয়, কার নাম নিলেন নুসরত?

Nusrat Jahan: সম্পর্কে বেশ কিছু সময় পার হয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের। কিন্তু যখনই গোপন কথা শেয়ার করার প্রসঙ্গ ওঠে তখন নাকি যশ নয়, নুসরতের পছন্দ অন্য কেউ।

Nusrat Jahan: '... ওর সঙ্গেই সব সিক্রেট শেয়ার করি', যশ নয়, কার নাম নিলেন নুসরত?
নুসরত জাহান।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 4:32 PM

সম্পর্কে বেশ কিছু সময় পার হয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের। কিন্তু যখনই গোপন কথা শেয়ার করার প্রসঙ্গ ওঠে তখন নাকি যশ নয়, নুসরতের পছন্দ অন্য কেউ। রবিবার দুপুরে তার সঙ্গেই ছবি শেয়ার করে নুসরত লেখেন, “ওর সঙ্গেই সব সিক্রেট শেয়ার করি, আর সবচেয়ে মজার ব্যাপার হল, ও কখনও কাউকে বলে দেয় না।” ভাবছেন তো কে এমন রয়েছে যে প্রিয় মানুষের থেকে যাকে বেশি ভরসা করেন নুসরত। না সে কোনও মানুষ নয়, সে চারপেয়ে, যশের পোষ্য। নুসরতের সঙ্গে তার ভাব প্রথম থেকেই দারুণ। মাঝেমধ্যেই ইনস্টার পাতায় তাকে নিয়ে পোস্ট করেন নুসরত। শেয়ার করেন নানা খুঁটিনাটি। প্রবাদ বলে, মানুষের প্রিয় বন্ধু কুকুর। আর এই কথাই যে নুসরতও মনে প্রাণে মানেন, সে কথাই জানিয়েছেন তিনি।

টলিউডের চর্চিত জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। তাঁদের প্রেম, বিয়ে নিয়ে মানুষের মনে বড়ই কৌতুহল। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই যশের প্রেমে পড়েন নুসরত। তারপর সমালোচনা কম হয়নি। নুসরত ও নিখিলের বিয়ে কেন টিকল না, সে অন্য প্রসঙ্গ। কিন্তু যশ ও নুসরতের প্রেম কীভাবে শুরু হয় জানেন? হার মানাবে সিনেমাকেও। এক সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন দু’জনে। এক টক শো নায়িকা জানিয়েছিলেন তিনি ও যশ নাকি ব্রেকআপ করবেন বলে স্থির করে নিয়েছিলেন। কিন্তু বাস্তবে ঘটেছিল অন্য কাণ্ড। গাড়ি নিয়ে নুসরতের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন যশ। নায়িকাকে বলেছিলেন, হয় নুসরত নিচে নামবেন অথবা যশ উপরে আসবেন। নুসরতের কথায়, “সেদিন আমাদের ব্রেকআপ হওয়ার কথা ছিল। কিন্তু না, হয়নি।” ব্রেকআপের বদলে দু’জনে সিদ্ধান্ত নেন তাঁরা নাকি পালিয়ে যাবেন। সমালোচনা যে হবে তা জানতেন দু’জনেই। কিন্তু নায়িকা সামনে আসার পর নায়কের ব্রেকআপ প্ল্যান ভন্ডুল। সারাজীবন একসঙ্গে থাকার প্ল্যান করেন তাঁরা। নুসরত ও যশের সম্পর্কের কথা সামনে আসার কিছু সময় পরেই সামনে আসে নুসরতের মা হওয়ার খবর। যদিও যশ পরবর্তীতে জানিয়েছিলেন, নুসরত সন্তান রাখতে নাকি চান না, তা তিনি তাঁর উপরেই ছেড়ে দিয়েছিলেন। নুসরত ছেয়েছিলেন মা হতে। ২০২১-এ তিনি জন্ম দেন পুত্রসন্তানের। মাঝে মধ্যেই বিতর্ক ঘিরে রাখে নুসরতকে। তবু নিজের শর্তে বাঁচেন বসিরহাটের সাংসদ।