Ritabhari Chakraborty: ‘তুমিই বাংলার ক্রাশ’, স্পেনের স্মৃতিতে ডুব দিতেই ‘খেতাব’ ঋতাভরীর
ঋতাভরী ঘুরতে গিয়েছিলেন স্পেনের আইবিজা দ্বীপ। আইবিজার প্রাকৃতিক সৌন্দর্য মনোরম। সেখানেই নীল জলের উষ্ণতায় নিজেকে সিক্ত করেছিলেন অভিনেত্রী।
আপনাকে যদি প্রশ্ন করা হয় এই মুহূর্তে ‘বাংলার ক্রাশ’ কে? আপনার রসিক মন ইঙ্গিত করবে হালফিলের ‘রঙিন’ বিধায়কের দিকেই। কিন্তু অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর অনুরাগীরা এ ‘তত্ত্ব’ মানতে এক্কেবারে নারাজ। তাঁদের মতে ‘বাংলার ক্রাশ’ এক ও একমাত্র তাঁদের প্রিয় অভিনেত্রীই। বিশেষত, অভিনেত্রীর সাম্প্রতিক কালে পোস্ট করা স্পেনের স্মৃতি পোস্ট করতেই এ বিশ্বাসে একেবারে সিলমোহর লাগিয়েছেন তাঁরা।
ঋতাভরী ঘুরতে গিয়েছিলেন স্পেনের আইবিজা দ্বীপ। আইবিজার প্রাকৃতিক সৌন্দর্য মনোরম। সেখানেই নীল জলের উষ্ণতায় নিজেকে সিক্ত করেছিলেন অভিনেত্রী। গোলাপি ঠোঁট আর বিকিনিতে তাঁর নৌকোবিহারের মুহূর্ত বন্দি হয়েছিল ক্যামেরায়। সেই ছবিই শেয়ার করেছেন অভিনেত্রী আর তাতেই পেয়েছেন এই ‘খেতাব’।
View this post on Instagram
এ বছরের শুরুতে দুটি অস্ত্রোপচার হয়েছিল ঋতাভরীর। অস্ত্রোপচারের পর চরম হতাশার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে, সে কথা মাস কয়েক আগে এক পোস্টে নিজেই জানিয়েছিলেন তিনি। পোস্টে লিখেছিলেন, ” ২০১৩ সাল থেকে যাতে ফিগার ঠিক থাকে তাই কড়া ডায়েট-রুটিন অনুসরণ করতাম আমি। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি নিতাম দেখার জন্য, যে আমি ঠিক আছি কিনা। ৩৬-২৬-৩৬- শরীরের এই গঠন নিয়ে আমি পাগল ছিলাম। কিন্ত আট মাসে আগে সব নিয়ম গুলিয়ে গেল যখন এক অস্ত্রোপচার হয় আমার। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতাম। নড়াচড়া করতে পারতাম না।”
যোগ করেছিলেন, “অপারেশন ঠিকঠাক হয় কিন্তু হতাশা ঘিরে ধরে। নিজেকে বলরাম সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্ত আমার কাজ-পাগল মনের ধৈর্য ছিল না। সবাইকে বলতে চাই, আমি ভাল হচ্ছি। শারীরিক যন্ত্রণা আর নেই। কিন্তু হতাশা আমায় নিঃসঙ্গ করে দিয়েছে। পরে তোমাদের সব বলব…।” ঋতাভরীর ওই পোস্টে পাশে থাকার বার্তা দিয়েছিলেন মিমি-নুসরতও।
তবে সেই অধ্যায় কাটিয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। তাঁর হঠাৎ ওজন বেড়ে যাওয়া নিয়ে হয়েছে কটাক্ষও। তবে তিনি পজেটিভ। সম্প্রতি আবিরের বিপরীতে এক বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। দেখা গিয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গেও এক বিজ্ঞাপনী কাজে। সঙ্গে রয়েছে সমাজসেবা মূলক কাজ। এ সব নিয়েই নিজের শর্তে দিন কাটাচ্ছেন অভিনেত্রী।
আরও পড়ুন- Rani-Amitabh: রানির একটা উত্তর চুপ করিয়ে দিল স্বয়ং বিগ-বি’কেও!