Satyam Bhattacherjee: এবার ‘একেন’ সফরে সত্যম, কেমন ছিল উত্তরবঙ্গে শুট অভিজ্ঞতা?
Eken Bengali Film: দর্শক তাঁকে যেন একেন নামেই চেনেন। প্রতিটা সিরিজ এক কথায় হিট। আর সেই সফরে সামিল হওয়া মানেও কেরিয়ারে এক বিশেষ পাওয়া। যা এবার একবাক্যে জানিয়ে দিলেন টলিদুনিয়ার নতুন নায়ক সত্যম ভট্টাচার্য। বল্লভপুরের রূপকথা ছবির রাজাবাবু তিনি।
জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত একেন সিরিজ়, ওটিটি থেকে বড়পর্দা, দর্শকমনে বারবার জায়গা করে নিয়েছে। যার কেন্দ্রবিন্দু বলেন মিস্টার একেন, অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য। অভিনয় জগতের সঙ্গে তাঁর সফরটা অনেকদিনের হলেও একেন চরিত্র তাঁকে এক অন্য মাত্রা নিয়ে গিয়েছে। দর্শক তাঁকে যেন একেন নামেই চেনেন। প্রতিটা সিরিজ এক কথায় হিট। আর সেই সফরে সামিল হওয়া মানেও কেরিয়ারে এক বিশেষ পাওয়া। যা এবার একবাক্যে জানিয়ে দিলেন টলিদুনিয়ার নতুন নায়ক সত্যম ভট্টাচার্য। বল্লভপুরের রূপকথা ছবির রাজাবাবু তিনি।
প্রথম ছবিতেই বাজিমাত অভিনেতার। রাতাি দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি, টলিউড পেয়েছিল এক নতুন মুখ। তবে থেকেই সত্যমকে নিয়ে চর্চার তুঙ্গে। তাঁর অভিনয় দক্ষতা দেখে নানা ছবির প্রস্তাব চলে যাচ্ছে তাঁর দরজায়। সদ্য তাঁকে ব্যোমকেশ ও দুর্গরহস্য ছবিতে দেবের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। মণিলালের চরিত্র এই গল্পে ভীষণ গুরুত্বপূর্ণ আর সেখানেই অনবদ্য খলনায়কের অভিনয়। এরপরই ‘একেন’ সফরে তিনি। পরপর দুই গোয়েন্দা গল্পে শামিল হলেন সত্যম। এবার একেন বাবুর সপ্তম সিজনের শুটিং শেষ করলেন তিনি। টিভি৯ বাংলাকে জানালেন তাঁর অভিজ্ঞতা। ”আমার চরিত্রটা অল্প ছিল। গতসপ্তাহেই উত্তরবঙ্গে গিয়েছি। কয়েকদিনের মধ্যেই আমার কাজ শেষ হয়ে যায়। গতকালই উত্তরবঙ্গ থেকে ফিরেছি। আমার অংশটুকু শেষ, তবে একেন বাবুর শুটিং চলছে। অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে তো অনেক দিনের যোগাযোগ, আলাপ, কাজ তবে অনির্বাণ চক্রবর্তী সঙ্গে এই প্রথম। ভারী মজার মানুষ তিনি, একেনের মত একটি ফ্রাঞ্চাইজের সঙ্গে যুক্ত হতে পেরে আমার দারুন লাগছে। এতদিন ধরে চরিত্রে অভিনয় করে নিজের এক আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন অনির্বাণদা। তবে প্রতিটা অভিনেতাকে যে তাঁর জায়গা ছাড়তে হয়, এটা তিনি এত সুন্দর ব্যালন্স করেন আমার খুব ভাল লেগেছে। প্রতিটা গল্পেই কিছু নতুন নতুন চরিত্র ঢোকে, যেমন এই গল্পে আমি এলাম। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়নি, এই সফরে আমি প্রথম। এক দারুণ অভিজ্ঞতা। তবে বৃষ্টির জন্য খানিকটা বেগ পেতে হচ্ছে, কিন্তু কাজ চলছে রমরমিয়ে।”