Sayantika Banerjee: ‘মাথাটাই খারাপ হয়ে গিয়েছে’, ৩ বার একই অসুখে আক্রান্ত সায়ন্তিকা
Sayantika Banerjee: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-- টলিউড ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ। তবে জানেন কি তিন-তিন বার একই অসুখে আক্রান্ত হয়েছিলেন তিনি।

ায়ান আর যার ফলে তাঁর নাকি ‘মাথাটাই খারাপ হয়ে গিয়েছে’। অন্তত এমনটাই দাবি তাঁর। কোন অসুখ হয়েছিল তাঁর? এক চ্যাট শো-য়ে এসে সায়ন্তিকা জানিয়েছিলেন, কাঁপুনি দিয়ে জ্বর, গা-হাত পায়ে অসহ্য ব্যথা– এ সবই যে রোগের উপসর্গ তাতেই আক্রান্ত হয়েছিলেন তিনি। অর্থাৎ তিনি আক্রান্ত হয়েছিলেন ম্যালেরিয়ায়। তাঁর কথায়, “ম্যালেরিয়া হলে কী কী ওষুধ খেতে হয় সে সবই আমি জানি।” কিন্তু মশার উপর তাঁর ভীষণ রাগ, হবে নাই-বা কেন, তিন বার যে ওই ছোট্ট প্রাণীর জন্যই শয্যাশায়ী হতে হয়েছে তাঁকে।
প্রসঙ্গত, কিছু দিন আগেই এক অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হয়েছিলেন সায়ন্তিকা। জনৈক শিলাদিত্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। সায়ন্তিকার অভিযোগ শিলাদিত্য নামক এক ব্যক্তি ক্রমাগত সায়ন্তিকার পোস্টে অশালীন মন্তব্য করে চলেছেন। আর এতে তিনি যে ছেড়ে দেওয়ার পাত্রী নন তা কড়া ভাষায় জানালেন তিনি। ওই ব্যক্তির প্রোফাইলকে ট্যাগ করে সায়ন্তিকা লেখেন, “সরি মিস্টার শিলাদিত্য আমি তোমায় বেশি ফুটেজ দিতে চাইনি। কিন্তু কখনও কখনও মহিলাদের সম্মান করার প্রয়োজন হয়ে পড়ে। নীরবতাকে অনেক সময়েই অনেকে ভুল ভাবে। কিন্তু তোমার এবার চুপ করা উচিৎ।সায়ন্তিকা আরও লেখেন, “আমি আজ যা, তা শুধুমাত্র আমার অনুরাগীদের জন্য। কিন্তু আমার দায়িত্ব কিছু মানুষের বিরুদ্ধে আওয়াজ তোলা। যারা মনে করে, একটি ওপেন ফোরামে মেয়েদের এভাবে বলা যায় তাদের মনে করে দেওয়া উচিৎ যা হচ্ছে তা কদর্য। হতে পারে তুমি আমায় পছন্দ কর না। কিন্তু এখন এগুলো বন্ধ হওয়া দরকার। এখানেই থামেননি তিনি। ক্ষুব্ধ সায়ন্তিকা মনে করিয়ে দেন, অভিনেত্রী বলে, কেউ যদি মনে করে থাকেন তাঁরা সফট টার্গেট অর্থাৎ তাঁদের সঙ্গে যা খুশি তাই করা যায়, তাহলে তা ভুল। তিনি যে মোটেও ছেড়ে কথা বলবেন না তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন অভিনেত্রী।
রাজনীতির মঞ্চে বেশ সক্রিয় তিনি। অন্যদিকে রয়েছে টলিউডের কাজও। তবে ইদানিং তাঁকে টলিউডে খুব বেশি দেখা যায় না। নেপথ্যে কারণ কী? সেই উত্তরই খুঁজছেন তাঁর ভক্তরা।





