Tollywood Gossip: শুভশ্রীর জন্মদিনে তাঁকেই ‘কপি’ রাজের! লিস্ট থেকে বাদ গেল ‘লিপলক’ও
Tollywood Gossip: উইকিপিডিয়া জানান দিচ্ছে ৩৩ বছর পূর্ণ করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এয বছর তাঁর কাছে জন্মদিনটা খানিক স্পেশ্যাল। গর্ভে রয়েছে আর এক প্রাণ। সকাল থেকেই নেটিজেনদের চোখ ছিল স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায়র পাতায়। হবে নাই বা কেন?
উইকিপিডিয়া জানান দিচ্ছে ৩৩ বছর পূর্ণ করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এয বছর তাঁর কাছে জন্মদিনটা খানিক স্পেশ্যাল। গর্ভে রয়েছে আর এক প্রাণ। সকাল থেকেই নেটিজেনদের চোখ ছিল স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায়র পাতায়। হবে নাই বা কেন? স্ত্রী জন্মদিনে তিনি কী লেখেন? কী শুভেচ্ছা জানান?– তা নিয়ে আগ্রহ থাকবে সেটাই যে স্বাভাবিক। দুপুর গড়িয়ে যেতেও রাজের কোনও পোস্ট না দেখে যখন ভক্তরা কার্যত হতাশ তখন এল সেই বহু কাঙ্খিত পোস্ট। না, এবার আর ‘রিস্ক’ নিলেন না রাজ। ঠোঁটঠাসা চুমু আর নয়। বরং স্ত্রীর জন্মদিনে তাঁর গালে চুমু খাওয়ার এক সাদামা ঠা ‘নিরামিষ’ ছবি পোস্ট করে লিখলেন, “শুভ জন্মদিন আমার ভালবাসা’। শুধু কি তাই, নেটিজেনদের রসিকতা স্ত্রীকে ‘কপি’ করেছেন পরিচালক। কেন? ব্যাপারটা খুলে বলা যাক।
এই বছরেরই কথা। রাজের জন্মদিন ছিল। লাল-কালো পোশাকের হট কম্বিনেশনে নিজেদের মুড়ে ছবি দিয়েছিলেন শুভশ্রী। না, যে সে ছবি নয়। রাজকে চুমু খাচ্ছেন তিনি। বন্ধ চোখে অনুভব করছেন একে অপরের ভেজা ঠোঁট। সেই ছবি নিয়ে কম সমালোচনা হয়নি। রাজের রাজনৈতিক পরিচয় নিয়ে উড়ে এসেছিল নানা ধরনের কটাক্ষ। তাই এবার আর ঠোঁটঠাসা চুমু নয়। পরিচালক গালে চুমু খাওয়া দিয়েই ক্ষান্ত থাকলেন। একই সঙ্গে ধার করলেন শুভশ্রীত্র ক্যাপশনটাও। শুভশ্রীও যে রাজের সঙ্গে ওই লিপলকের ছবি দিয়ে লিখেছিলেন একই কথা,”শুভ জন্মদিন, আমার ভালবাসা”। আর কিছু দিনের মধ্যেই মা হবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কাজ থেকে খানিক বিরতি নিয়েছেন তিনি। এই গোটা সময়টা তিনি পাশে পেয়েছেন রাজকে। তিনি আগলে আছেন ঢাল হয়ে।
View this post on Instagram