Sandip Ray: ‘ডানকি’, ‘সালার’-এর জন্য পিছতে পারে ফেলুদা ছবি ‘নয়ন রহস্য’
Feluda Release Postponed: ফেলুদার 'নয়ন রহস্য' গল্প নিয়ে তৈরি হয়েছে এবারের ছবিটি। ছবির শুটিং করতে টিম 'নয়ন রহস্য' গিয়েছিল চেন্নাইয়ে। সেখানে গিয়ে ভাইরাল জ্বরে কাবু হয়ে কলকাতায় ফিরে এসেছিলেন সন্দীপ রায়। পরিচালক অসুস্থ, তাই বাকিরাও ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। 'হত্যাপুরী'র মতো এই ছবিতেও 'ফেলুদা'র চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত, 'তোপসে' আয়ুষ দাস এবং 'জটায়ু' অভিজিৎ গুহ।
প্রতি বছরের প্রথা। ডিসেম্বরে বড়দিনের সময়ই মুক্তি পায় সন্দীপ রায় অভিনীত ফেলুদা ছবি। গতবারও সেই একই প্রথা অব্যাহত থেকেছে। মুক্তি পেয়েছে ইন্দ্রনীল সেনগুপ্ত (ফেলুদার চরিত্রে) অভিনীত ‘হত্যাপুরী’। কিন্তু এবার হয়তো তেমনটা আর হবে না। ছোটরা (এমনকী বড়রাও) ঠান্ডা অবহাওয়ায়, সোয়েটার মুড়ি দিয়ে পপকর্ন-চিপ্স খেতে-খেতে সপরিবারে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবে না ফেলুদা নির্ভর ছবি। কেন না, এবার ফেলুদা ছবির মুক্তি পিছিয়েছে এবং তা পিছিয়েছে অন্য দুটি সর্বভারতীয় ছবির কারণে।
সেই ছবি দুটির একটি শাহরুখ খান অভিনীত এবং রাজকুমার হিরানী পরিচালিত ‘ডানকি’। অন্যটি প্রভাস অভিনীত ‘সালার’। শাহরুখ, তাঁর অনুরাগী এবং ট্রেড অ্যানালিস্টরা মনে করছেন, ‘ডানকি’ বিপুল ব্যবসা করবে বক্স অফিসে। অন্যদিকে প্রভাসের আগের ছবিগুলি ফ্লপ করলেও ‘সালার’কে বেশ ভয়ই পাচ্ছে বাঙালি গোয়েন্দা ফেলুদা। ফলে ছবি মুক্তির তারিখ নাকি পিছিয়ে যাচ্ছে।
ফেলুদার ‘নয়ন রহস্য’ গল্প নিয়ে তৈরি হয়েছে এবারের ছবিটি। ছবির শুটিং করতে টিম ‘নয়ন রহস্য’ গিয়েছিল চেন্নাইয়ে। সেখানে গিয়ে ভাইরাল জ্বরে কাবু হয়ে কলকাতায় ফিরে এসেছিলেন সন্দীপ রায়। পরিচালক অসুস্থ, তাই বাকিরাও ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। ‘হত্যাপুরী’র মতো এই ছবিতেও ‘ফেলুদা’র চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত, ‘তোপসে’ আয়ুষ দাস এবং ‘জটায়ু’ অভিজিৎ গুহ।