IPL 2025, PBKS: শুরুতেই ধামাকা, পঞ্জাব-প্রীতি-পন্টিংয়ের প্রিয় হয়ে উঠছেন প্রিয়াংশ!
GT vs PBKS, IPL 2025: ফায়ারিং স্কোয়াডের সামনে অভিষেক ম্যাচে নামা এক ব্য়াটার! কিন্তু তাঁর মধ্যে কোনও হেলদোল নেই। ওই যে, জেনারেশন বোল্ড! বোলারের নাম নয়, বল খেলতে হবে। ব্যাটারদের এটাই শেখানো হয়। প্রিয়াংশ যে সেটা খুব ভালো করেই মাথায় গেঁথে নিয়েছেন, বলাই যায়।

জেনারেশন বোল্ড। সেই তালিকায় দুর্দান্ত শুরু পঞ্জাব কিংসের তরুণ ওপেনারের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণে অভিযান শুরু করে দিয়েছেন পঞ্জাব কিংসও। অ্যাওয়ে ম্যাচে গুজরাট টাইটান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছে তারা। আর এই ম্যাচ দিয়েই আইপিএলে অভিষেক প্রিয়াংশ আর্যর। দুই আনক্যাপড ওপেনারকে নামায় পঞ্জাব কিংস। তাঁর মধ্যে একজন প্রিয়াংশ।
এক বার ভাবুন তো! কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজের মতো পেসার বোলিং করছেন! সিরাজের একটু আত্মবিশ্বাসের খামতি চলছে। কিন্তু কাগিসো রাবাডা! নিয়মিত ১৪০ কিমি/ঘণ্টার বেশি গতিতে বল করছেন। এমনই ফায়ারিং স্কোয়াডের সামনে অভিষেক ম্যাচে নামা এক ব্য়াটার! কিন্তু তাঁর মধ্যে কোনও হেলদোল নেই। ওই যে, জেনারেশন বোল্ড! বোলারের নাম নয়, বল খেলতে হবে। ব্যাটারদের এটাই শেখানো হয়। প্রিয়াংশ যে সেটা খুব ভালো করেই মাথায় গেঁথে নিয়েছেন, বলাই যায়।
রাবাডার মতো পেসারকে কখনও পুল করছেন, আবার স্বচ্ছন্দে কভার ড্রাইভ। কলিজার জোর না থাকলে একজন তরুণের পক্ষে এমন দর্শনীয় এবং বিধ্বংসী ব্যাটিং সম্ভব নয়। আইপিএল কেরিয়ারের প্রথম ম্যাচেই হয়তো হাফসেঞ্চুরিও পেরিয়ে যেতে পারতেন। কিন্তু ওই যে, আগে টিম। ব্যক্তিগত মাইলফলকের কথা না ভেবে রানের গতি বজায় রাখায় মন দিয়েছিলেন। হাফসেঞ্চুরি মিস হলেও একটা বিধ্বংসী ইনিংসে বড় বার্তা দিয়েছেন।
এ বারের আইপিএলেও তরুণরা মুগ্ধ করছেন। প্র্যাক্টিস সেশনে পন্টিংয়ের মন জিতেছিলেন প্রিয়াংশ। তাঁর পরিণত মানসিকতা, আগ্রাসী ব্যাটিং যে অস্ট্রেলিয়ান কোচের মন জিতবে, সেটাই স্বাভাবিক! দলে একাধিক ওপেনিং বিকল্প থাকলেও প্রিয়াংশ-এর উপর ভরসা রেখেছিল পঞ্জাব টিম ম্যানেজমেন্ট। মাত্র ২৩ বলে ৪৭ রানের ইনিংস এই ওপেনারের।
প্রিয়াংশের উত্থান একটু জেনে নেওয়া যাক। আইপিএলে প্রথম হলেও সর্বভারতীয় স্তরে আত্মপ্রকাশ অনেক আগেই। ২০২০ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছিলেন। সেই একই টিমে খেলেছেন যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, তিলক ভার্মা, রবি বিষ্ণোইয়ের মতো ক্রিকেটাররা। দিল্লির হয়ে ২০২১-২১ মরসুমেই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলিতে খেলেছিলেন। তবে নজরকাড়া পারফরম্যান্স ২০২৩-২৪ মরসুমে। প্রায় ১৬৭ স্ট্রাইকরেটে ২২২ রান করেছিলেন প্রিয়াংশ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনের আগেই ধামাকা করেছিলেন প্রিয়াংশ। দিল্লির এই ব্যাটার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে উত্তর প্রদেশের বরিুদ্ধে ৪৩ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। আইপিএলে যেন এরকম অনেক ইনিংসের অপেক্ষা।





