Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুটিং শুরুর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীকে এখনই ইমেল নয়, জানালেন স্বরূপ বিশ্বাস

এই প্রশ্ন নিয়ে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "না, এই মুহূর্তে এই চিঠি পাঠানোর ভাবনা স্থগিত রাখা হয়েছে৷"

শুটিং শুরুর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীকে এখনই ইমেল নয়, জানালেন স্বরূপ বিশ্বাস
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: May 20, 2021 | 7:25 PM

রাজ্যে কার্যত লকডাউন চলছে। তার জেরে কোপ পড়েছে টলিপাড়াতেও। সাংবাদিক সম্মেলন করে গত শনিবার ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (swarup biswas) জানিয়েছিলেন, আপাতত শুটিং বন্ধ রাখা হবে। তবে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা টেকনিশিয়ানদের কথা মাথায় রেখে ইমেলের মাধ্যমে সোমবার ২৯টি গিল্ড মিলে মুখ্যমন্ত্রীর কাছে সাত দিন পর শর্তসাপেক্ষে শুটিং শুরুর আবেদন জানাবেন। একথা স্বরূপ নিজেই TV9 বাংলাকে জানিয়েছিলেন। প্রায় পাঁচ দিন হয়ে গেল। উত্তর কি এল?

এই প্রশ্ন নিয়ে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “না, এই মুহূর্তে এই চিঠি পাঠানোর ভাবনা স্থগিত রাখা হয়েছে৷ শুধুমাত্র করোনা নয় ব্ল্যাক ফাঙ্গাস নামের রোগেও বেশ কাবু গোটা দেশ। তাই এখনই কোনও ইমেল পাঠানো হবে না৷” শুধুই কী ব্ল্যাক ফাঙ্গাস নাকি বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডও আরও একটি কারণ? উত্তরে তিনি বলেন, “রাজনীতির সঙ্গে ফেডারেশন যুক্ত নয়। তবে আমি মনে করি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রশাসনিক হিসাবে সব দায়িত্বই পালন করছেন৷ একদিন ঘূর্ণিঝড় ইয়াস নিয়েও বৈঠক করেছেন৷ অন্যদিকে রাজনৈতিক বাধা বিপত্তিও সামলাচ্ছেন সিদ্ধহস্তে৷ তবে এই সব সমস্যা যদি এই সপ্তাহের মধ্যে মিটে যায় তাহলে শনিবার নাগাদ চিঠি পাঠাতে পারি৷ সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর।”

ভবিষ্যৎ কী হতে চলেছে৷ এখন সবটাই পরিস্থিতি বলবে৷ আপাতত পরিস্থিতি সামলানোর অপেক্ষা৷

আরও পড়ুন, সোনুর প্রতি ভালবাসা প্রকাশে পোস্টারে দুধ ঢাললেন ভক্তরা!