Satyajit Ray-Captain Spark: সত্যজিতের ‘ক্যাপ্টেন স্পার্ক’-এর জন্য ঠিক কত হতে হবে অভিনেতার বয়স?

Captain Spark Age: সত্যজিৎ রায়ের ক্যাপ্টেন স্পার্ক চরিত্রের জীবন যাপন নিয়ে বাংলা সিনেমা শুরু হবে। পরিচালনায় সৌমিক সেন। সিনেমা হোক কিংবা ওয়েব সিরিজ়, সৌমিক যখন যে কাজেই হাত দেন, যথেষ্ট রিসার্চ করে করেন এই পরিচালক। তাই বহুদিন ধরে চেষ্টার পর সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের কাছ থেকে অনুমতি পেয়েছেন ক্যাপ্টেন স্পার্কের চরিত্র অবলম্বনে ছবি করার।

Satyajit Ray-Captain Spark: সত্যজিতের ‘ক্যাপ্টেন স্পার্ক’-এর জন্য ঠিক কত হতে হবে অভিনেতার বয়স?
সত্যজিতের ক্যাপ্টেন স্পার্ক
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 5:15 PM

‘ক্যাপ্টেন স্পার্ক’-এর মোশন পোস্টার সামনে আসার সঙ্গে-সঙ্গেই বাঙালির মনে উঁকি দিচ্ছে ‘জয় বাবা ফেলুনাথ’ ছবির সেই আইকনিক দৃশ্য। যে দৃশ্যে ফেলুদার দেখা হয়েছিল ছোট্ট ক্যাপ্টেন স্পার্কের সঙ্গে। সেই ক্যাপ্টেন স্পার্ক সময়ের সঙ্গে-সঙ্গে এখন অনেকটাই বড়। সত্যজিৎ রায়ের সেই চরিত্রের জীবন যাপন নিয়ে বাংলা সিনেমা শুরু হবে। পরিচালনায় সৌমিক সেন। সিনেমা হোক কিংবা ওয়েব সিরিজ, সৌমিক যখন যে কাজেই হাত দেন, যথেষ্ট রিসার্চ করে করেন এই পরিচালক। তাই বহুদিন ধরে চেষ্টার পর সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের কাছ থেকে অনুমতি পেয়েছেন ক্যাপ্টেন স্পার্কের চরিত্র অবলম্বনে ছবি করার। প্রসঙ্গত, মোশন পোস্টারটি সৃজন করেছেন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ একতা ভট্টাচার্য। ছবির মোশন পোস্টারটি বেশ আকর্ষক। এবং পোস্টার দেখে অনুমান করা যাচ্ছে, কলকাতা শহর ও শহরতলির বিভিন্ন যায়গায় দেখা যাবে ক্যাপ্টেন স্পার্ককে। সঙ্গে অবশ্যই কিছু অংশ থাকবে বেনারসের। অন্দরের খবর, দেশের বেশ কিছু যায়গায় হবে ছবির শুটিংয়ের কাজ। কবে শুরু হবে ছবির শুটিং? এই প্রশ্নের উত্তরে পরিচালক বললেন, “আগামী জানুয়ারি মাস থেকেই শুরু হবে ছবির শুটিংয়ের কাজ।” তবে কি ফেলুমিত্তিরের মতো আরও একজন ডিটেকটিভ হয়ে উঠতে চলেছে বাঙালির প্রিয় ক্যাপ্টেন স্পার্ক?

তবে এখন লাখ টাকার প্রশ্ন হল, পর্দায় ক্যাপ্টেন স্পার্কের চরিত্রে কাকে দেখা যাবে? উত্তরে পরিচালক জানালেন, খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে। আপাতত মুখে কুলুপ ‘গুলাব গ্যাং’ ও ‘মহালয়া’র পরিচালক। অ্যামাজ়ন প্রাইম-এর চর্চিত সিরিজ় ‘জুবিলি’র লেখক-গবেষকও এই সৌমিক। তবে টলিউডের অন্দরের খবর যা, তা হল: ক্যাপ্টেন স্পার্কের চরিত্রে যার কথা ভাবা হচ্ছে, তাঁকে হতে হবে ৩৫ থেকে ৪০ বছর বয়সী কোনও অভিনেতা। টলিউডের প্রথম সারির কয়েকজন অভিনেতার কাছে এই চরিত্রের প্রস্তাব গিয়েছে। এই অভিনেতাদের বাঙালি দর্শক এর আগেও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখে ফেলেছেন। তবে একের পর এক অনেক মুখের কথা ভেবেও অধিকাংশকেই নাকচ করেছেন পরিচালক। এই গল্পে ক্যাপ্টেন স্পার্কের নায়িকাও থাকতে পারে বলে শোনা যাচ্ছে। তবে পরিচালক সৌমিক সেন নাকি বলিউডের বেশ কিছু অভিনেতাকেও দেখছেন। তবে এই চরিত্রর জন্য যাঁকেই স্থির করা হোক না কেন, তাঁকে অবশ্যই বাংলা ভাষা জানতে হবে। এখন দেখার টলিউড নাকি বলিউডের কেউ ক্যাপ্টেন স্পার্কের চরিত্রে অভিনয় করবেন। ক্যাপ্টেন স্পার্ক বেনারসের একটি বর্ধিষ্ণু বাঙালি পরিবারের সন্তান, যদিও তিনি প্রবাসে বড় হয়েছেন। ছবিটি বাংলা ভাষায় তৈরি হবে বলে অভিনেতাকে আদ্যন্ত একজন বাঙালি হতে হবে। তাই এখন দেখার, টলিউড নাকি বলিউডের কোনও বাঙলাভাষী, কাকে দেখা যাবে ক্যাপ্টেন স্পার্কের চরিত্রে। টলিপাড়ার খবর, বলিউডের এই বাঙালি পরিচালক একের পর এক চমক আনতে চলেছেন তাঁর এই আগামী বাংলা ছবিতে।