Subhashree Ganguly: প্রেগনেন্সি ক্রেভিং-এ মজে শুভশ্রী, অন্যদিকে মাছ ধরতে ব্যস্ত ইউভান

Tollywood Gossip: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। বর্তমানে 'ডান্স বাংলা ডান্স' রিয়্যালিটি শোয়ের বিচারক শুভশ্রী। সেখানেই নিত্য নতুন লুকে ধরা দেন অভিনেত্রী, প্রেগনেন্সি গ্লো যেন ফেটে পড়ছে।

Subhashree Ganguly: প্রেগনেন্সি ক্রেভিং-এ মজে শুভশ্রী, অন্যদিকে মাছ ধরতে ব্যস্ত ইউভান
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 4:20 PM

শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এখন অধিকাংশ সময়ই তিনি প্রেগনেন্সি ক্রেভিং-এ মজে থাকেন। অভিনেত্রী তথা প্রযোজক দ্বিতীয়বার মা হতে চলেছেন। ইউভানের বয়স তিন হয়ে গিয়েছে। তাই পরিকল্পনা করেই দ্বিতীয় সন্তান নিচ্ছেন জুটি। রাজ চক্রবর্তী এই প্রসঙ্গে TV9 বাংলাকে আগেই জানিয়েছিলেন, এই সন্তান হঠাৎ করে প্ল্যান করা হয়। তাঁরা প্রথম থেকেই স্থির করেছিলেন ইউভানের বয়স যখন তিন হবে তখন তাঁরা আবারও সন্তান নেবেন। ইউভান বর্তমানে প্লে স্কুলে যাচ্ছে। শুটিং-এর কাজে ব্যস্ত রয়েছেন রাজ চক্রবর্তী। তবে কাজ থেকে খানিক বিরতিতে শুভশ্রী। যদিও টলিপাড়ায় মাঝে মধ্যেই তাঁর দেখা মেলে। সদ্য আবার প্রলয়-এর সাকসেস পার্টিতে দেখা গেল এই জুটিকে।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। বর্তমানে ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারক শুভশ্রী। সেখানেই নিত্য নতুন লুকে ধরা দেন অভিনেত্রী, প্রেগনেন্সি গ্লো যেন ফেটে পড়ছে। টলিপাড়ার এই ফ্যাশানিস্তা যেমন নিত্যদিন এই পোস্ট করে সকলের নজর কাড়েন, ঠিক তেমনই এবার প্রেগনেন্সি ক্রেভিং-এ আইস্ক্রিম খেয়ে মন ভরালেন তিনি। মুখে ফেস প্যাক। শুভশ্রী যখন এমনই কাজে ব্যস্ত, তখন কী করছিল ছোট্ট ইউভান?

সে ব্যস্ত তখন মাছ ধরতে। সঙ্গে এক অভিজ্ঞব্যক্তি, যিনি ইউভানকে হাতে ধরে মাছ ধরতে সাহায্য করছিলেন। ছোট্ট ইউভান যে সেই মুহূর্তটা কতচা উপভোগ করছে, তা স্পষ্ট হয়ে যায় তার মুখে লেগে থাকা হাসি দেখেই। চলতি বছরই আবারও মা হবেন শুভশ্রী। আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। তাই খানিকটা ডায়েট ভুলে এখন সকলের শুভ একটু নিজের মতো করে সময় কাটাচ্ছেন। তবে ডায়েট ভুলে নয়। ইউভান জন্মের আগে যেভাবে মেদ বাড়িয়েছিলেন তিনি, এবার আর তেমনটা হল না। এখনও স্লিম লুকে সকলের নজর কাড়ছেন ইন্দুবালা।