করোনায় আক্রান্ত কৌশিক-পুত্র উজান গঙ্গোপাধ্যায়
মা-বাবার সঙ্গেই থাকেন উজান। বাবা কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর নতুন ছবি ‘কাবাড্ডি কাবাড্ডি’-র শুটিংয়ে ব্যস্ত বোলপুরে। মা চূর্ণী গঙ্গোপাধ্যায় বাড়িতে থাকলেও তাঁর রিপোর্ট নেগেটভ এসেছে।
দেশজুড়ে দ্বিতীয় দফায় করোনার ঢেউ আছড়ে পড়েছে। হু হু করে বাড়ছে করোনা-সংক্রমণ। করোনার থাবা টলি-পাড়াতেও। একের পর এক টলি তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। এই লিস্টে নতুন করে নাম লেখালেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুত্র এবং অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়। তিনি কোভিড পজিটিভ। উপসর্গ বলতে সামান্য জ্বর আছে। তবে গন্ধের অনুভূতি একেবারেই চলে গিয়েছে। বাড়িতেই নিভৃতবাসে আছেন তিনি।
মা-বাবার সঙ্গেই থাকেন উজান। বাবা কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর নতুন ছবি ‘কাবাড্ডি কাবাড্ডি’-র শুটিংয়ে ব্যস্ত বোলপুরে। মা চূর্ণী গঙ্গোপাধ্যায় বাড়িতে থাকলেও তাঁর রিপোর্ট নেগেটভ এসেছে। উজান অবশ্য সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর কোভিডের কথা জানাননি। তবে তিনি জানিয়েছেন যাঁদের সংস্পর্শে বিগত কয়েক দিনে তিনি এসেছিলেন সবাইতে তিনি জানিয়ে দিয়েছেন। আপাতত গৃহবন্দী তিনি।
View this post on Instagram
সম্প্রতি তাঁর নতুন ছবি ‘লক্ষ্মী ছেলে’-র প্রিমিয়ার হয়ে গেল দক্ষিণ আফ্রিকার আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে। ছবির পরিচালক তাঁর বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়। এই প্রথম বাবা-ছেলে একসঙ্গে কাজ করলেন। ছবিটি ওখানে যথেষ্ট সাড়া ফেলেছে। আগের বছরেই ছবিটি মুক্তি পাবার কথা ছিল। কিন্তু অতিমারির কারণে ছবির রিলিজ পিছিয়ে যায়। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরে ছবিটি রিলিজ করবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা উইন্ডোজ।
আরও পড়ুন:ফের তালা টলিপাড়ায়? করোনাকালে কী হতে চলেছে টেকনিশিয়ান-কর্মীদের ভবিষ্যৎ?
প্রসঙ্গত উল্লেখযোগ্য, জিৎ, শুভশ্রী, চৈতি ঘোষাল, ঋতব্রত মুখোপাধ্যায় সকলেই এখন করোনায় আক্রান্ত। সকলেই বাড়িতে নিভৃতবাসে আছেন।