এবার প্রতিবন্ধী পুলিশের চরিত্রে অভিনয় করবেন বরুণ ধাওয়ান

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন ‘স্যাঙ্কি’ একটি রিমেক ছবি। তামিল ছবি ‘ধুরুভঙ্গল পথিনারু’-এর রিমেক এই ‘স্যাঙ্কি’। শোনা যাচ্ছে বরুণ ধাওয়ানের বিপরীতে পরিণীতি চোপড়ার কথা ভাবা হচ্ছে।

এবার প্রতিবন্ধী পুলিশের চরিত্রে অভিনয় করবেন বরুণ ধাওয়ান
বরুণ ধাওয়ান
Follow Us:
| Updated on: Mar 25, 2021 | 7:42 PM

বিয়ের পর বরুণ ধাওয়ানের ব্যস্ততা তুঙ্গে। হাতে পর পর ছবি। নতুন আরও একটা ছবির অফার বরুণের ঝুলিতে। ফের তিনি জুটি বাঁধছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে। ‘ঢিশুম’ এবং ‘জুড়ুয়া ২’-এর পর ফের তাঁরা একসঙ্গে কাজ করছেন। ছবির নাম ‘স্যাঙ্কি’।

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন ‘স্যাঙ্কি’ একটি রিমেক ছবি। তামিল ছবি ‘ধুরুভঙ্গল পথিনারু’-এর রিমেক এই ‘স্যাঙ্কি’। তামিল ছবিটি সুপার-ডুপার হিট হয়েছিল। শোনা যাচ্ছে বরুণ ধাওয়ানের বিপরীতে পরিণীতি চোপড়ার কথা ভাবা হচ্ছে। জোর কদমে চলছে কাস্টিংয়ের কাজ।

View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)

‘স্যাঙ্কি’ একটি টানটান থ্রিলার ছবি। এই ছবিতে বরুণ ধাওয়ান একজন প্রতিবন্ধী পুলিশের ভূমিকায় অভিনয় করবেন। একটি তদন্ত করতে গিয়ে তাঁর পা-এ প্রচন্ড চোট লাগে। তাঁর পা-টি বাদ দিতে হয়। এই প্রথম প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করবেন বরুণ। স্বাভাবিকভাবেই এটা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন:‘কবীর সিং’-এর প্রযোজককে ‘না’ বললেন কিয়ারা আডবানী,কী এমন হল?

এই মুহূর্তে বরুণ ধাওয়ান ‘ভেড়িয়া’ এবং ‘যুগ যুগ জিও’-র কাজ নিয়ে ব্যস্ত। এই দু’টো ছবির কাজ শেষ করে তিনি ‘স্যাঙ্কি’-র শুটিং শুরু করবেন। শুটিং শুরু হতে পারে এই বছরের শেষে। শোনা যাচ্ছে ‘স্যাঙ্কি’-র শুটিং শেষ করে তিনি পরিচালক শ্রীরাম রাঘবনের নতুন ছবির কাজ শুরু করবেন।