এবার প্রতিবন্ধী পুলিশের চরিত্রে অভিনয় করবেন বরুণ ধাওয়ান
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন ‘স্যাঙ্কি’ একটি রিমেক ছবি। তামিল ছবি ‘ধুরুভঙ্গল পথিনারু’-এর রিমেক এই ‘স্যাঙ্কি’। শোনা যাচ্ছে বরুণ ধাওয়ানের বিপরীতে পরিণীতি চোপড়ার কথা ভাবা হচ্ছে।
বিয়ের পর বরুণ ধাওয়ানের ব্যস্ততা তুঙ্গে। হাতে পর পর ছবি। নতুন আরও একটা ছবির অফার বরুণের ঝুলিতে। ফের তিনি জুটি বাঁধছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে। ‘ঢিশুম’ এবং ‘জুড়ুয়া ২’-এর পর ফের তাঁরা একসঙ্গে কাজ করছেন। ছবির নাম ‘স্যাঙ্কি’।
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন ‘স্যাঙ্কি’ একটি রিমেক ছবি। তামিল ছবি ‘ধুরুভঙ্গল পথিনারু’-এর রিমেক এই ‘স্যাঙ্কি’। তামিল ছবিটি সুপার-ডুপার হিট হয়েছিল। শোনা যাচ্ছে বরুণ ধাওয়ানের বিপরীতে পরিণীতি চোপড়ার কথা ভাবা হচ্ছে। জোর কদমে চলছে কাস্টিংয়ের কাজ।
View this post on Instagram
‘স্যাঙ্কি’ একটি টানটান থ্রিলার ছবি। এই ছবিতে বরুণ ধাওয়ান একজন প্রতিবন্ধী পুলিশের ভূমিকায় অভিনয় করবেন। একটি তদন্ত করতে গিয়ে তাঁর পা-এ প্রচন্ড চোট লাগে। তাঁর পা-টি বাদ দিতে হয়। এই প্রথম প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করবেন বরুণ। স্বাভাবিকভাবেই এটা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন:‘কবীর সিং’-এর প্রযোজককে ‘না’ বললেন কিয়ারা আডবানী,কী এমন হল?
এই মুহূর্তে বরুণ ধাওয়ান ‘ভেড়িয়া’ এবং ‘যুগ যুগ জিও’-র কাজ নিয়ে ব্যস্ত। এই দু’টো ছবির কাজ শেষ করে তিনি ‘স্যাঙ্কি’-র শুটিং শুরু করবেন। শুটিং শুরু হতে পারে এই বছরের শেষে। শোনা যাচ্ছে ‘স্যাঙ্কি’-র শুটিং শেষ করে তিনি পরিচালক শ্রীরাম রাঘবনের নতুন ছবির কাজ শুরু করবেন।